TRENDING:

বউ আসলে পুরুষ! বিয়ের ২ সপ্তাহ পরে জানতে পেরে মাথায় হাত স্বামীর

Last Updated:

ঋতুমতীর দোহাই দিয়ে বিয়ের দু’সপ্তাহ পর্যন্ত স্বামীর কাছে আসেননি তিনি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যাম্পালা: বিয়ের দু’সপ্তাহ পর্যন্ত একে অপরকে ছুঁয়ে দেখেননি দম্পতি, কারণ স্ত্রী জানিয়েছিলেন যে তিনি ঋতুমতী৷ তাই স্বামীর পক্ষে কোনওভাবে বোঝা সম্ভব হয়নি যে আসলে যিনি মহিলার পরিচয়ে বাড়িতে রয়েছেন তিনি একজন পুরুষ! খুবই আদরের বউ৷ হিজাবের মধ্যে দিয়ে যতটা দেখা যায়, ততটা দেখেই প্রাণ-মন গলে গিয়ে ছিল ইমামের৷ ক্যাম্পিসি মসজিদের দেখা হয়েছিল দু’জনের৷ ইমাম জানিয়েছেন যে তিনি বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন৷ সেই সময়ে এই ব্যক্তি সেখানে আসেন ও নিজেকে মহিলা বলে পরিচয় দেন৷ তার চোখ দেখেই ইমামের পছন্দ হয়ে গিয়েছিল৷ বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা৷ বিয়ের আগে শারীরিক মিলনে ইচ্ছুক ছিলেন না ইমামের স্ত্রী৷ তাই কোনওভাবে তার শরীর দেখার সুযোগ হয়নি ইমামে৷ তাহলে বুঝলেন কীভাবে যে স্ত্রীর বেশে এক পুরুষ বাড়িতে লুকিয়ে আছে তার?
advertisement

বিয়ের পরপর ইমামের প্রতিবেশী অভিযোগ করেন যে হিজাব পরে ইমামের স্ত্রী তার বাড়িতে ঢুকে চুরি করেছেন৷ থানায় অভিযোগও জানান তিনি৷ এরপর পুলিশ এসে আটক করে তাকে৷ থানায় এলে মহিলা পুলিশ তার তল্লাশি করেন এবং তখনই আঁতকে ওঠেন মহিলা পুলিশকর্মী৷ তিনি চিৎকার করতে থাকেন এবং জানিয়ে দেন যে যিনি স্ত্রীর বেশে হিজাব পরে রয়েছেন, তিনি আসলে মহিলা নন, পুরুষ! খবর জানাজানি হতেই চাঞ্চল্য তৈরি হয়৷

advertisement

আরও পড়ুন ৯৪-এ চূড়ান্ত হিট 'দিদিমা'! যা করে তিনি জনপ্রিয় হলেন, দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

ইমাম জানান যে বিয়ের আগে ও পরে সুকৌশলে তার থেকে দূরে রাখার চেষ্টা করেছেন তার 'স্ত্রী'৷ তবে একদিন না একদিন সত্য সামনে আসত৷ তাহলে কী কারণে এমন পথ বেছে ইমামকে বিয়ে করলেন ওই ব্যক্তি, তা জানার চেষ্টা চলছে৷ ঘটনাটি ঘটেছে উগান্ডায়৷ ইমামের নাম মহম্মদ মুতুবা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
বউ আসলে পুরুষ! বিয়ের ২ সপ্তাহ পরে জানতে পেরে মাথায় হাত স্বামীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল