TRENDING:

ভয়ানক রীতি ! স্তন যাতে না বাড়ে তাই বুকে ঘষে দেওয়া হয় গরম পাথর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: স্তন বাড়তে দেওয়া যাবে না ৷ কারণ মেয়েদের স্তনেই নাকি পুরুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ তাই স্তনের মাপ বাড়লে মেয়েরা নাকি হতে পারে ধর্ষণ বা অভ্যবতার শিকার ! এই ভাবনা থেকেই বাড়ন্ত বয়সে মেয়েদের বুকে ঘষে দেওয়া হয় গরম পাথর ৷ রীতিটি আফ্রিকার ৷ আফ্রিকান এই প্রথা ব্রেস্ট আইরনিং নামেই প্রচলিত ৷ তবে নিয়মিত এই ঘটনা ঘটছে উন্নতশীল দেশে ৷ লন্ডনে এমন ঘটনা ঘনঘন হচ্ছে বলেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷
advertisement

একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই খবরটি প্রথম সামনে আনে ৷ তারাই জানায় লন্ডন, ইয়র্কশায়ার, এসেক্স, পূর্ব মিডল্যান্ডে আফ্রিকার এই প্রথা নিয়মিত হয়ে আসছে ৷ যেই সময় থেকে স্তনের বৃদ্ধি শুরু হয় অর্থাৎ ১১-১২ বছর, তখন থেকেই নিয়ম করে ছোট মেয়েদের বুকে মা বা মা স্থানীয় কেউ ঘষে দেন গরম পাথর ৷ এর ফলে শারীরিকভাবে মেয়েদের খুবই কষ্ট হয়, কিন্তু কিছুই করার থাকে না তাদের ৷ সপ্তাহে একদিন বা ১৫দিনে একদিন এভাবে বুকের ওপর গরম পাথর ঘষে দেন পরিবাররে সদস্যরা যাতে স্তনের টিস্যুগুলি ভেঙে যায় ৷ কোনভাবেই স্তন না বাড়ে ৷

advertisement

আরও পড়ুন পাহাড় তাঁর প্রাণ, সেই পাহাড়াই কাড়ল প্রাণ ! শেষ হল একমাত্র 'বিকিনি ক্লাইম্বারের' যাত্রা...

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশ্বে লিঙ্গ ভিত্তিক হিংসার যে যে ঘটনা কোনভাবে সামনে আসে না বা অভিযোগ দায়ের হয় না, এই রীতি তার মধ্যে অন্যতম ৷ ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জ এধরণের ঘটনাকে অপরাধ বলে চিহ্নিত করেছে ৷ পরিবারের থেকে এই রকম আচরণের ফলে শরীরে তো বটেই মনে গভীর ক্ষত তৈরি হয়, যা মানসিক ভারসাম্যকে টলিয়ে দিতে পারে ৷ আর শারীরিকভাবে ভয়ঙ্কর ইনফেকশন হতে পারে বুকে ৷ সন্তানকে স্তন্যপান করাতেও সক্ষম হন না এই সব মহিলারা ৷ এমনকী স্তন ক্যান্সারও হতে পারে ৷  এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও তেমন কোন ব্যবস্থাই নেয়নি লন্ডন পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ভয়ানক রীতি ! স্তন যাতে না বাড়ে তাই বুকে ঘষে দেওয়া হয় গরম পাথর