ইরানিয়ান সাংবাদিক মাসিহ আলিনেজাদ একটি ভিডিও ট্যুইট করেছেন। সেই ট্যুইটেই দেখা যাচ্ছে , তালিবান যোদ্ধারা ঘিরে রেখেছেন চার মহিলাকে। হিজাব পরিহিত ওই চার মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলেছেন কাবুলের রাস্তায়। তাঁদের দাবি, সামাজিক নিরাপত্তা, কাজের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, রাজনীতিতে অংশগ্রহণের স্বাধীনতা চাই।
দেখুন ভিডিওটি-
এই ছবিটা সামনে আসতেই অনেকেই ফিরে যাচ্ছেন ২০১১ পূর্ববর্তী সময়ে। যখন প্রকাশ্যে প্রতিবাদ তো দূরের কথা পরিবারের সদস্য ছাড়া কারও সঙ্গে রাস্তায় বেরোতেও পারতেন না তা আফগান মহিলারা। অথচ আজ সেই তালিবানই দ্বিতীয় ইনিংস শুরু করার পর দেখা যাচ্ছে, মহিলাদেরই কেউ কেউ রাস্তায় নেমে বলছেন, এত বছর ধরে যে সামান্য নাগরিক অধিকারটুকু আমরা পেয়েছি কিছুতেই তা খর্ব করা যাবে না।
প্রসঙ্গত এদিনই আফগানিস্তানের সবথেকে বিশ্বস্ত গণমাধ্যম টোলো নিউজে অনুষ্ঠান পরিচালনা করতে দেখা গিয়েছে মহিলা অ্যাঙ্করকে। যখন প্রাণ ভয়ে দেশ ছাড়ার হিড়িক, বহু মহিলা যখন উদ্বেগ প্রকাশ করে বলেছেন তালিবানরা আমাদের বাঁচতে দেবে না। তখন এই বিপরীত চিত্রটি নতুন করে গোটা বিশ্বের নজর কাড়ছে। মনে করা হচ্ছে , আগের কঠোর আইন অনেকটাই শিথিল করতে পারে তালিবানিরা। শরিয়ত মেনে কিছু সুযোগ-সুবিধা দেওয়া হতে পারে মহিলাদের। কতটা, সেটা সময় বলবে।