গত কয়েকদিনে বেশ কয়েক বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ফের একবার মার্কিন বাহিনী বাগরাম বিমানঘাঁটি দখলের চেষ্টা করতে পারে৷ শুধু তাই নয়, তালিবানরা যদি বাধা দিলে তার ফল খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট৷
মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির পরই তালিবানদের শীর্ষ নেতৃত্ব সোমবার রাতে উচ্চপর্যায়ের বৈঠকে বসে৷ বৈঠকে হাজির ছিলেন তালিবানদের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্ডজাদা৷ সেই বৈঠকে তালিবান মন্ত্রিসভার সদস্য, গোয়েন্দা বিভাগের বিভিন্ন শাখার প্রধান, মিলিটারি কম্যান্ডাররা উপস্থিত ছিলেন৷
advertisement
সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনওভাবেই বাগরাম বায়ুসেনা ঘাঁটিকে আমেরিকার হাতে তুলে দেওয়া হবে না৷ আমেরিকা যদি বিমানঘাঁটি দখলে আক্রমণ চালায়, তাহলে যুদ্ধ করতেও প্রস্তুত তালিবানরা৷
ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি আমেরিকাকে সামরিক, কূটনৈতিক অথবা অন্য কোনও ভাবে বাগরাম বিমান ঘাঁটি দখলে পাকিস্তান সাহায্য করে, তা হলে পাকিস্তানকে আফগানিস্তানের শত্রু রাষ্ট্র হিসেবেই গণ্য করা হবে৷
আপাতত আমেরিকার হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে রাশিয়া, চিন, কাতার, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, এমন কি ভারতকেও নিজেদের অবস্থান জানানোর সিদ্ধান্ত নিয়েছে তালিবান সরকার৷
