আফগানিস্তানের পরিস্থিতি এখন ঠিক কীরকম?
খুবই অনিশ্চিত পরিস্থিতি ৷ আমরা সত্যি জানি না, এই অবস্থা কেন হল ৷ কেউ জানেন না কেন এরকম পরিস্থিতি আবার ফিরে এল ৷ আমরা কিন্তু এর অপেক্ষায় ছিলাম না ৷ যুদ্ধ যদি চলতেই থাকে, আমরা সত্যি জানি না ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করে আছে ৷ এই উদ্বেগজনক পরিস্থিতিতে আমাদের কথা কেউ জিজ্ঞাসা করছে না ৷ আমাদের সমস্যার প্রসঙ্গ কেউ তুলে ধরছে না ৷ পাকিস্তান মদত দিচ্ছে তালিবানদের, বাকিরা সকলে নিশ্চুপ ৷ কেন কেউ অগ্রসর হচ্ছেন না? আমাদের সমস্যা নিয়ে তো রাষ্ট্রসঙ্ঘ সম্পূর্ণ নীরব ৷ কেন?
advertisement
বলা হয়, মেয়েদের জন্য আফগানিস্তান কঠিন জায়গা ৷ এখন সেখানে মেয়েদের অবস্থা ঠিক কীরকম?
যে অঞ্চলগুলি তালিবানরা দখল করেছে, সেখানে তারা মেয়েদের বাড়ি থেকে বার হতে দিচ্ছে না ৷ আমাদের পক্ষেও সেই মেয়েদের কাছে পৌঁছে তাঁদের রক্ষা করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে ৷ খবর পাচ্ছি, অধিকৃত এলাকায় তারা ১৮ থেকে ৪৫ বছর বয়সি মহিলাদের তালিকা তৈরি করছে ৷ কন্দকশ এবং বদাখশন এলাকায় মেয়েদের তারা সম্পূর্ণ গৃহবন্দি করে রেখেছে ৷ সেইসব বন্দিনীদের কাছে আমরাও পৌঁছতে পারছি না ৷ মহিলাদের তালিবানদের হাতে শিকার হতে দেওয়া যায় না ৷ তালিবানদের শ্রদ্ধা থাকতে হবে মহিলাদের প্রতি ৷ অন্তত দেশের নাগরিক হিসেবে এই সম্মানটুকু প্রাপ্য মহিলাদের ৷ হিংসা কমাতে হবে ৷ আন্তর্জাতিক মহলের কাছে আমার আবেদন, দয়া করে আমাদের জন্য কিছু করুন ৷
চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি নিহত হলেন ৷ বাকি সাংবাদিকদের জীবনও কি আফগানিস্তানে ঝুঁকিপূর্ণ? আফগান সংবাদমাধ্যম কী বলছে?
দানিশের (Danish Siddique) সঙ্গে যা হয়েছে, সেটা খুবই দুঃখজনক ৷ তালিবানদের এটা বোঝা প্রয়োজন যে সংবাদমাধ্যমের কর্মীদের তাদের শ্রদ্ধা করতে হবে ৷ তালিবানরা মানবতা-বিরোধী ৷ দানিশের মৃত্যুতে আমরা মর্মাহত ৷ এর শেষ কোথায়? সংবাদমাধ্যমও এখানে দুঃসহ পরিস্থিতিতে রয়েছে ৷
শোনা যাচ্ছে আফগানিস্তানের সিংহভাগই এখন তালিবানদের দখলে ৷ এটা কি সত্যি?
আফগানিস্তানে মোট ৩৪ টি প্রদেশ আছে ৷ আমার মনে হয় না এটা সম্পূর্ণ সত্যি যে তার সিংহভাগ অধিকার করে নিয়েছে তালিবানরা ৷ তবে এটা নিশ্চিত যে তারা তাদের উপস্থিতি আরও দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে ৷ তালিবান আগ্রাসন আফগানিস্তানে বাস্তব ৷ তাদের নিয়ে যে কেউ কথা বলছে না, তাতেই আরও মাথাচাড়া দিচ্ছে তালিবানরা ৷
আর কতদিন চলবে এই পরিস্থিতি? আপনার কি মনে হয়, এই অবস্থা সত্যি কোনওদিন পাল্টাবে?
যথেষ্ট হয়েছে! যদি সত্যি সবকিছু ঠিকঠাক না হয়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে ৷ তাই এটাই প্রকৃত সময় যখন আন্তর্জাতিক মহল আমাদের সাহায্য করতে পারে ৷