এই ভয়াবহ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় পারফরম্যান্সের ঠিক পরেই হঠাৎ ছাদ ধসে পড়ে, দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কনসার্টে একাধিক তারকা, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।
advertisement
ঘটনার পরপরই উদ্ধারকারী দল এসে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও রেসকিউ কর্মীরা কংক্রিটের টুকরো সরিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বের করতে থাকে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে অনুমান করা হচ্ছে।
সেন্টার ফর এমার্জেন্সি অপারেশনের ডিরেক্টর জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন— তিনটি জায়গায় এখনও শব্দ পাওয়া যাচ্ছে। তাই সেই জায়গাগুলোতে বিশেষভাবে অনুসন্ধান চালানো হচ্ছে।
মার্কিন মেজর লিগ বেসবলের তারকা খেলোয়াড় নেলসন ক্রুজের বোন নেলসি ক্রুজ, ও বেসবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল এবং টনি এনরিক ব্ল্যাঙ্কো কাব্রেরার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ঘটনার সময় মঞ্চে পারফর্ম করছিলেন মেরেঙ্গে গায়ক রুবি পেরেজ। তারকা সেলিব্রিটি তিনি৷ হঠাৎ হওয়া দুর্ঘটনায় তিনিও নিখোঁজ৷ উদ্ধারকাজে এখনও তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত।
এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল৷