দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জানিয়েছেন, বৃহস্পতিবার কিভু হ্রদে উল্টে যাওয়া নৌকাটিতে কমপক্ষে ২৭৮ জন আরোহী ছিলেন। এরপরই তড়িঘড়ি উদ্ধারকার্য শুরু হলে অন্তত ৫০ জন ডাঙায় উঠে আসেন। কিন্তু উদ্ধার হয় ৭৮ জনের মৃতদেহ। এখনও খোঁজ নেই বহু মানুষের।
আরও পড়ুন: এবার পটাশপুর! বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ-খুনের অভিযোগ! গণপিটুনি অভিযুক্তকে
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত হ্রদের জলে ভাসমান দুই তলা নৌকাটি আচমকা উল্টে যায়। দক্ষিণ কিভু প্রদেশের মিনোভা শহর ছেড়ে আসা নৌকাটি ডুবে যাওয়ার সময় রাজধানী গোমার তীর থেকে ৩২৮ ফুট দূরে ছিল।
উল্লেখ্য যে, দুর্গম সড়ক পথ আর সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে উত্তপ্ত এলাকা এড়াতেই উত্তরাঞ্চলে যাতায়াতের জন্য জলপথ ব্যবহার করে থাকেন কঙ্গোবাসী। আর সেখানেই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2024 9:55 AM IST