পড়ুন : তিনিই আমার চলার পথের পাথেয়, মন কী বাতে আম্বেদকর প্রসঙ্গে প্রধানমন্ত্রী
সম্প্রতি চিনের সোশ্যাল মিডিয়া ভাইরাল তাই-আন-জেন চিড়িয়াখানায় এক বাঁদরের কাণ্ড-কীর্তি কেন্দ্র করে ৷ সৌজন্যে সিজিটিএন, ছবিতে দেখে মনে হচ্ছে একটি বাঁদর তার মাথায় কোন একধরনের কালো কাপড় জড়িয়ে আছে ৷ কখনও মনে হয়েছে মহিলারা মাথায় যেমন ওড়না জড়িয়ে রাখেন খানিকটা তেমনই, কখনও বা মনে হচ্ছে মাথায় কালো টুপি পরে আছে সেই দুষ্টু মিষ্টি নিরীহ প্রাণীটি ৷ আসলে তার সবটাই আসল প্রকৃতি প্রদত্ত, কৃত্রিমতার কোনও জায়গা নেই ৷
advertisement
বিস্তারিত পড়ুন : কর্ণাটকে ধূমপানরত হাতি, বিস্ময়ে হাতি বিশেষজ্ঞরা !
হাসির কোনও কারণ নেই, হাসি এক যোগ ব্যায়াম, বেশি হাসলে আয়ু বাড়ে, সাথে সাথে রক্ত সঞ্চালন ঠিকঠাক হয় শিরায়-উপশিরায় ৷ এই কাণ্ড যদি দেখেন হাসবেন আপনিও, সে আয়ু বাড়ুক বা না বাড়ুক ৷ হাসি পাবেই পাবে ৷ তাই মুচকি না হেসে স্বহাস্যে বলুন -হাসছি মোরা হাসছি দেখো ৷
পড়তে থাকুন : ২০জন AAP বিধায়কের বরখাস্তের সিদ্ধান্ত খারিজ, সাময়িক স্বস্তিতে কেজরিওয়াল সরকার
সে বিজ্ঞান হোক বা অঙ্ক ৷ রোজকার কর্ম ব্যাস্ত জীবনের প্রবল চাপের ফাঁকে যদি একটু হাসির খোরাক জীবনকে কিছুটা আনন্দ দেয় তাতে ক্ষতি বা কী ? আমরা না হয় চেটেপুটে সেই খোরাকই গ্রহণ করলাম ৷