TRENDING:

হুবহু মানুষের মত দেখতে বাঁদর, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

হাসির কোনও কারণ নেই, হাসি এক যোগ ব্যায়াম, বেশি হাসলে আয়ু বাড়ে, সাথে সাথে রক্ত সঞ্চালন ঠিকঠাক হয় শিরায়-উপশিরায় ৷ যদি এই কাণ্ড দেখেন হাসবেন আপনিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চিন: কেউ খেয়াল না করলে দূর থেকে মনে হবে যেন অবিকল একজন মানুষ দাঁড়িয়ে আছেন ৷ হয়তো যোগ্যতম উদবর্তনের সূত্রটির জ্বলন্ত উদাহরণ ৷
advertisement

পড়ুন : তিনিই আমার চলার পথের পাথেয়, মন কী বাতে আম্বেদকর প্রসঙ্গে প্রধানমন্ত্রী

সম্প্রতি চিনের সোশ্যাল মিডিয়া ভাইরাল তাই-আন-জেন চিড়িয়াখানায় এক বাঁদরের কাণ্ড-কীর্তি কেন্দ্র করে ৷ সৌজন্যে সিজিটিএন, ছবিতে দেখে মনে হচ্ছে একটি বাঁদর তার মাথায় কোন একধরনের কালো কাপড় জড়িয়ে আছে ৷ কখনও মনে হয়েছে মহিলারা মাথায় যেমন ওড়না জড়িয়ে রাখেন খানিকটা তেমনই, কখনও বা মনে হচ্ছে মাথায় কালো টুপি পরে আছে সেই দুষ্টু মিষ্টি নিরীহ প্রাণীটি ৷ আসলে তার সবটাই আসল প্রকৃতি প্রদত্ত, কৃত্রিমতার কোনও জায়গা নেই ৷

advertisement

বিস্তারিত পড়ুন : কর্ণাটকে ধূমপানরত হাতি, বিস্ময়ে হাতি বিশেষজ্ঞরা !

হাসির কোনও কারণ নেই, হাসি এক যোগ ব্যায়াম, বেশি হাসলে আয়ু বাড়ে, সাথে সাথে রক্ত সঞ্চালন ঠিকঠাক হয় শিরায়-উপশিরায় ৷ এই কাণ্ড যদি দেখেন হাসবেন আপনিও, সে আয়ু বাড়ুক বা না বাড়ুক ৷ হাসি পাবেই পাবে ৷ তাই মুচকি না হেসে স্বহাস্যে বলুন -হাসছি মোরা হাসছি দেখো ৷

advertisement

পড়তে থাকুন : ২০জন AAP বিধায়কের বরখাস্তের সিদ্ধান্ত খারিজ, সাময়িক স্বস্তিতে কেজরিওয়াল সরকার

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সে বিজ্ঞান হোক বা অঙ্ক ৷ রোজকার কর্ম ব্যাস্ত জীবনের প্রবল চাপের ফাঁকে যদি একটু হাসির খোরাক জীবনকে কিছুটা আনন্দ দেয় তাতে ক্ষতি বা কী ? আমরা না হয় চেটেপুটে সেই খোরাকই গ্রহণ করলাম ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
হুবহু মানুষের মত দেখতে বাঁদর, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়