আরও পড়ুন: রাজ্যে ফের ওমিক্রন আক্রান্ত! সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১০, গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা...
হু-এর প্রধান চিন্তিত টিকাকরণ নিয়েও। সেই কারণেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে নানারকম সমস্যা দেখা দিচ্ছে বলেও মনে করছেন তিনি। তিনি বুধবার বলেছেন, করোনার বিরুদ্ধে লড়তবে হবে ২০২২ সালেও। তিনি বলেছেন, ২০২১ সালের শেষে প্রতিটি দেশের ৪০ শতাংশ মানুষের পুরোপুরি করোনা টিকা পেয়ে যাওয়ার কথা। ২০২২ সালের মাঝামাঝি সেই শতাংশের হিসাব পৌঁছে যাওয়ার কথা ৭০ শতাংশের কাছাকাছি। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯২টি প্রতিনিধি দেশের মধ্যে ৯২টি প্রতিনিধি দেশই এই লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ হতে পারে।
advertisement
আরও পড়ুন: নতুন আতঙ্ক ওমিক্রন, কাদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি? জানুন
তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, ইউরোপ-আমেরিকা-সহ পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে টিকাকরণ, করোনা সংক্রমণ নিয়ে নানারকম ভুয়ো খবর ছড়িয়েছিল। সেই খবরগুলির কারণে অনেক মানুষই টিকা নিতে চাননি। সেই টিকাকরণ নিয়ে অনীহার ফলে এখন অনেককে ভুগতে হচ্ছে, এমনকী মৃত্যুর মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছেন তাঁরা। ২০২১ সাল জুড়ে করোনা নিয়ে ভুয়ো তথ্যের ফল ভুগতে হয়েছে পৃথিবীকে। যাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের লড়াই আরও কঠিন হয়েছে এই ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ার ফলে।