TRENDING:

মহিলার গলার ভিতর ৩মাস ধরে বাস করছে জোঁক ! দেখুন চাঞ্চল্যকর সেই ভিডিও--

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভিয়েতনাম: বেশ কিছুদিন ধরেই অসহ্য মাথাব্যথায় কাবু মহিলা, সেইসঙ্গে গলায় টিউমারের সমস্যা ! কিন্তু মহিলার গলা পরীক্ষা করে দেখতেই চিকিৎসকের চক্ষু ছানাবড়া !
advertisement

কিন্তু কী এমন দেখলেন চিকিৎসক যে হাত থেকে ছুরি -কাঁচি প্রায় পড়ে যায় আর কী! একটু ধাতস্থ হতে তিনি নিজেই জানান, ৬৩ বছরের ওই মহিলার গলার মধ্যে দিব্য বাস করছে একটা মোটাসোটা রক্তচোষা জোঁক!

দেখুন সেই ভিডিও--

এরপর আর সময় নষ্ট না করে তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। মহিলার গলা থেকে টেনে বার করা হয় জোঁকটিকে। জোঁকটি আয়তনে প্রায় ২ ইঞ্চি। চিকিৎসকদের অনুমান প্রায় তিন মাস ধরে জোঁকটি বাসা বেঁধে রয়েছে ওই মহিলার গলাতে। আপাতত তিনি সুস্থই রয়েছেন।

advertisement

আরও পড়ুন-পিছু হঠলেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকায় শাটডাউন প্রত্যাহার

বাংলা খবর/ খবর/বিদেশ/
মহিলার গলার ভিতর ৩মাস ধরে বাস করছে জোঁক ! দেখুন চাঞ্চল্যকর সেই ভিডিও--