খবরটা একটু বিশদে জানানো যাক ৷ বিয়ে করে হানিমুনে রওনা দিয়েছিলেন পল ও লোরেন ৷ তবে লোরেনের মা একা হওয়ায় জামাই পলও শাশুড়ি জুলিকে সঙ্গে করে নিয়ে গেলেন হানিমুনে ৷ হানিমুনে পৌঁছেই তুমুল পার্টিতে মেতে উঠলেন পল, লোরেন ও জুলি ৷ তারপর মদ্যপ অবস্থায় মাঝরাতে যে যার রুমে ঢুকে পড়লেন ৷
advertisement
বউ আসলে পুরুষ! বিয়ের ২ সপ্তাহ পরে জানতে পেরে মাথায় হাত স্বামীর
জানা গিয়েছে, পল একাই রয়ে গেলেন হোটেলের পানশালায় ৷ আরও বেশি রাতে নিজের রুমে ঢুকতে গিয়ে, ঢুকে পড়লেন শাশুড়ির রুমে ৷ ঘর অন্ধকার থাকায় কিছুই নাকি দেখতে পাননি পল ৷ তারপর অন্ধকারেই বুঝতে না পেরে শাশুড়ির সঙ্গে যৌনতায় মেতে উঠলেন জামাই ! ব্যস !
advertisement
পরের দিন হুশ ফেরায় চক্ষু চড়ক গাছ সবার ৷ এই ঘটনার এক মাস হতেই, সন্তান সম্ভবা হয়ে উঠলেন পলের শাশুড়ি জুলি ৷ এবার কী উপায়? জানা গিয়েছে, লোকলজ্জা থেকে বাঁচতে শাশুড়িকেও বিয়ে করলেন জামাই পল !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2020 8:23 PM IST