TRENDING:

খাঁচা থেকে বেরিয়ে চিড়িয়াখানাময় দাপিয়ে বেড়াচ্ছে জাগুয়ার

Last Updated:

খাঁচা থেকে বেরিয়ে চিড়িয়াখানাময় দাপিয়ে বেড়াচ্ছে জাগুয়ার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেরিকা: চোখের সামনে এ কী দৃশ্য! নিজের চোখকেই বিশ্বাস করা যায় না! একে অপরকে চিমটি কেটে দেখছেন, স্বপ্নে আছেন না বাস্তবে! চোখের সামনে দাপিয়ে বেড়াচ্ছে একটা জাগুয়ার! আর তার এই তাণ্ডবলীলায় বলি হতে হল চারটি আলপাকা (এক ধরনের মেষ), একটি এমু এবং একটি শিয়ালকে! আজব-গজব ঘটনাটি ঘটেছে আমেরিকার লুইজ়িয়ানা প্রদেশের নিউ অর্লিয়েন্স শহরের অডুবন চিড়িয়াখানায়।
advertisement

চিড়িয়াখানা সূত্রের খবর, ভ্যালেরিয়ো নামে বছর তিনেকের ওই জাগুয়ারটি স্থানীয় সময় সকাল সাতটা কুড়ি নাগাদ কোনও ভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়ে। ব্যাপারটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজরে এলে, জাগুয়ারটিকে আচ্ছন্ন করে ফের খাঁচায় ফেরানো হয়। তবে ততক্ষণে প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে গিয়েছে। কিন্তু, ভ্যালেরিয়ো ঠিক কীভাবে খাঁচা থেকে বেরলো তা এখনও পরিষ্কার নয়। কর্তৃপক্ষ জানায়, ভ্যালেরিয়ো যে ছ’টি পশুর উপর আক্রমণ চালায়, তাদের কাউকেই খাওয়ার উদ্দেশ্য ছিল না তার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন-কারাদণ্ডের বিরুদ্ধে আপিল নওয়াজের, আজ শুনানি ইসলামাবাদ হাইকোর্টে

বাংলা খবর/ খবর/বিদেশ/
খাঁচা থেকে বেরিয়ে চিড়িয়াখানাময় দাপিয়ে বেড়াচ্ছে জাগুয়ার