TRENDING:

Viral Story: ফাস্ট ফুড খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম, ১ দিনে খেয়েছেন ১৫০ রকমের খাবার, কে এই অদ্ভুত ব্যক্তি, নাম জানেন?

Last Updated:

মুনাচিমসো বিকেল পাঁচটার সময় এই অসাধ্য কর্মযজ্ঞে নামেন৷ যদিও মাঝপথে রাতের বেলায় বেশ কিছুক্ষণ ঘুমিয়েও ছিলেন৷ পরের দিন বিকেল পাঁচটার মধ্যে তিনি তাঁর চ্যালেঞ্জটি সম্পূর্ণ করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবুজা: স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য প্রথমেই একেবারে নিষেধের বন্ধনীতে ফেলে দেওয়া হয় যাকে, তার নাম ফাস্টফুড৷ ওবিসিটি হোক বা উচ্চরক্তচাপ বা সুগার সবকিছুতেই ফাস্টফুড একেবারে ভিলেনের রূপে অবতীর্ণ৷
২২ বছর বয়সী এই ব্যক্তি কোনওরকম যানবাহন ছাড়াই প্রায় ২৫ কিলোমিটার হেঁটে ফাস্টফুডের আউটলেটে ঘুরেছে৷  (Photo Credits: Instagram)
২২ বছর বয়সী এই ব্যক্তি কোনওরকম যানবাহন ছাড়াই প্রায় ২৫ কিলোমিটার হেঁটে ফাস্টফুডের আউটলেটে ঘুরেছে৷ (Photo Credits: Instagram)
advertisement

তা বলে রাস্তারধারের খাবার খেতে যে একেবারেই ইচ্ছা করে না ব্যাপারটা তাও নয়৷ কিন্তু তাও ফাস্টফুড নৈব নৈব চ৷ অথচ ভেবে দেখুন তো! একটা ব্যক্তি বিখ্যাত হয়ে গেল ফাস্টফুডকে কেন্দ্র করে৷ এই ধরনের খাবার বিক্রি করে অনেকেই ভাইরাল হয়েছে৷

আরও পড়ুন: ৬৩ বছরের বৃদ্ধাকে বলিউডের কুর্নিশ, শুনে নিন সফলতার এক অসাধারণ গল্প

advertisement

কিন্তু এবার খাবার বিক্রি করে নয় বরং ফাস্টফুড খেয়ে ভাইরাল৷ স্রেফ ভাইরাল নয়৷ রীতিমতো গিনেস ওয়ার্ল্ড বুকে নিজের নামে তুলে ফেলেছে৷ এর আগে একজনের এই রেকর্ড ছিল, তিনি চব্বিশ ঘণ্টায় ১০০ রকমের ফাস্টফুড খেয়েছিলেন৷ সেই রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় ১৫০ রকমের ফাস্টফুডের আউটলেট ঘুরে নানা রকমের খাবার খেয়েছেন৷

ব্যক্তির নাম মুনাচিমসো ব্রায়ান নওয়ানা৷ ২২ বছর বয়সী এই ব্যক্তি কোনওরকম যানবাহন ছাড়াই প্রায় ২৫ কিলোমিটার হেঁটে ফাস্টফুডের আউটলেটে ঘুরেছে৷

advertisement

আরও পড়ুন:ইসরোর মুকুটে আরও এক নতুন পালক, স্বাধীনতার পরের দিনই সফল উৎক্ষেপণ SSLV-র, দেখে নিন সেই ভিডিও

মুনাচিমসো বিকেল পাঁচটার সময় এই অসাধ্য কর্মযজ্ঞে নামেন৷ যদিও মাঝপথে রাতের বেলায় বেশ কিছুক্ষণ ঘুমিয়েও ছিলেন৷ পরের দিন বিকেল পাঁচটার মধ্যে তিনি তাঁর চ্যালেঞ্জটি সম্পূর্ণ করেন৷

এই খাবারের তালিকায় সরমা, ফ্রায়েড চিকেন, রোল, বার্গার, আইসক্রিম এই ধরনের নানা মুখরোচক খাবার খায়৷ শেষ অবধি গিনিশ ওয়ার্ল্ড রেকর্ড তাদের অফিশিয়ালি সোশ্যালমিডিয়ার পেজে মুনাচিমসো ব্রায়ান নওয়ানার সফলভাবে চ্যালেঞ্জ সম্পূর্ণ করার কথা ঘোষণা করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এমন মুখরোচক খাওয়ার খেয়ে বিখ্যাত হতে পারলে, কার না ইচ্ছা করে৷ কিন্তু এমন দুঃসাধ্য কাজ না করাই উচিত৷ কারণ যতই গিনিশ বুকে নাম উঠুক, এই ধরনের খাবার, এই পরিমাণে খাওয়া কিন্তু স্বাস্থের পক্ষে মারাত্মক হয়ে যেতে পারে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Story: ফাস্ট ফুড খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম, ১ দিনে খেয়েছেন ১৫০ রকমের খাবার, কে এই অদ্ভুত ব্যক্তি, নাম জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল