৬০ বছর বয়সি ওই পাকিস্তানি ব্যক্তির স্বপ্ন, মোট ১০০ বার বিয়ে করা। শুধু তাই নয়। প্রতি স্ত্রীর কাছ থেকেই চাই সন্তান। সন্তানের জন্ম হলেই স্ত্রীকে ডিভোর্স করেন। বিয়েপাগল ওই প্রৌঢ়ের ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর পাশে বসে আছেন অল্পবয়সি গিন্নিরা।
আরও পড়ুন : মূল্য ৯০ লক্ষ! মহার্ঘ্য মার্সিডিজ বেঞ্জ কিনলেন 'এমবিএ চাওয়ালা' প্রফুল্ল
advertisement
এই মুহূর্তে প্রৌঢ়ের বাড়িতে আছেন ৪ জন স্ত্রী। সকলেরই বয়স ১৯-২০ বছর। তাঁদের সামনেই প্রৌঢ় দ্বিধাহীন ভাবে জানান সন্তানের জন্ম হওয়ার পরই তিনি তাঁদের পরিত্যাগ করবেন। তিনি সন্তানের জন্যই বিয়ে করেন। সন্তানলাভের পরই বিচ্ছেদ। এটা জানার পরও তাঁকে বিয়ে করার জন্য আগ্রহী মেয়েরা।
তবে তিনি ত্যাগ করার পরও যাতে স্ত্রীদের কোনও অসুবিধে না হয়, সেদিকে খেয়াল রাখেন প্রৌঢ়। থাকার ব্যবস্থা করে দেন। খাওয়াপরার খরচও যোগান দেন। জানান, এভাবে বিয়ে করে ডিভোর্সই তাঁর শখ। নেটিজেনরা তাঁর কথা শুনে বিস্ময়ে নির্বাক।