TRENDING:

প্রেমে পড়ে ২০ বছরের পরিচারককে বিয়ে নিঃসঙ্গ ৫০ বছর বয়সি মালকিনের, চর্চা নেটমহলে

Last Updated:

Relationship : এ সময় জীবনে মরূদ্যানের মতো হয়ে দেখা দেন পরিচারক সুফিয়ান৷ এক বন্ধু তাঁর কাছে সুফিয়ানকে পাঠিয়েছিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামাবাদ : বয়স, লিঙ্গ বা সামাজিক অবস্থান কোনওটাই প্রেমে বাধা হয়ে দাঁড়ায় না৷ কোনও ব্যাকরণ না মেনেই প্রেম আসে দুজনকে ঘিরে৷ সেই কথাই আরও একবার প্রমাণ করলেন ৫০ বছর বয়সি এক পাকিস্তানি মহিলা৷ প্রেমে পড়লেন ২০ বছর বয়সি পরিচারকের৷ তার পর তাঁকেই বিয়ে করলেন৷ সংবাদমাধ্যমে প্রকাশ, মধ্যবয়সিনী ওই মহিলার নাম নাজিয়া৷ তিনি থাকেন ইসলামাবাদে৷ দীর্ঘ দিন ধরে একা থাকতে থাকতে তাঁকে গ্রাস করেছিল একাকিত্ব৷ এ সময় জীবনে মরূদ্যানের মতো হয়ে দেখা দেন পরিচারক সুফিয়ান৷ এক বন্ধু তাঁর কাছে সুফিয়ানকে পাঠিয়েছিলেন৷
advertisement

পাকিস্তানি মুদ্রায় নাজিয়া ১৮ হাজার টাকা বেতন দিতেন সুফিয়ানকে৷ শেষ পর্যন্ত পাল্টে গেল সম্পর্কের রসায়ন৷ মালকিন-পরিচারক সম্পর্ক পাল্টে গেল প্রেমিক-প্রেমিকায়৷ সেখান থেকেই এখন তাঁরা একে অন্যের জীবনসঙ্গী৷ ইউটিউবার সৈয়দ বাসিদ আলিকে সাক্ষাৎকার দিয়েছেন নাজিয়া৷ জানিয়েছেন তাঁদের প্রেমপর্বের কথা৷ বলেছেন তিনি একাকিত্বে ভুগছিলেন৷ তাঁর বাড়ির কাজেও সাহায্য দরকার ছিল৷ সুফিয়ান আসার পর নাজিয়ার নিঃসঙ্গতা দূর হয়৷

advertisement

আরও পড়ুন : 'জল বাড়ছে’ আর্ত চিৎকারে শুনেই নদীতে ঝাঁপ, ১২ জনের প্রাণ বাঁচিয়ে মালবাজারে নায়ক মামা-ভাগ্নে

নিঃসঙ্গতা দূর করার মধ্যেই তাঁরা প্রেমে পড়লেন৷ কয়েক দিনের মধ্যেই সম্পর্ক দানা বাঁধল ঘনিষ্ঠতায়৷ সুফিয়ানের সাদাসিধে মনোভাব আচরণে মুগ্ধ নাজিয়া৷ প্রেমের প্রস্তাবও দেন নাজিয়া৷ মালকিনের কাছ থেকে এই প্রস্তাব পেয়ে সুফিয়ানের তো প্রায় অজ্ঞান হওয়ার মতে অবস্থা৷ অবশ্য ধাতস্থ হয়ে তিনি বলেন, তিনিও নাজিয়াকে ভালবাসেন৷

advertisement

আরও পড়ুন :  বয়সের দূরত্ব ভাটা ফেলেনি প্রেমের জোয়ারে, দুই সন্তানের মা ৫০ বছর বয়সি ডিভোর্সির সহবাস ২৫ বছরের তরুণের সঙ্গে

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

তাঁরা নিজেদের সলমন-ক্যাটরিনা ভাবতে ভালবাসেন৷ সুফিয়ান তাঁর সব রকম খেয়াল রাখেন, বলছেন নাজিয়া৷ অসুস্থ হলে ওষুধ এনে দেওয়া, রান্না করা, গৃহস্থালির কাজ করা-সবই নিপুণ হাতে সামলান সুফিয়ান৷ মালকিন-পরিচারক থেকে স্বামী-স্ত্রী হওয়া এই জুটি আপাতত একে অন্যের প্রেমে বিভোর৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রেমে পড়ে ২০ বছরের পরিচারককে বিয়ে নিঃসঙ্গ ৫০ বছর বয়সি মালকিনের, চর্চা নেটমহলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল