TRENDING:

Human smuggling tragedy in America: ট্রাকের ভিতরে উদ্ধার ৪৬টি মৃতদেহ! মানব পাচারের সময় আমেরিকায় মর্মান্তিক পরিণতি

Last Updated:

ট্রাকের ভিতর থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্য চারটি শিশুও রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টেক্সাস: ট্রাকের ভিতরে ঠাসাঠাসি করে চলছিল মানব পাচারের চেষ্টা৷ কিন্তু দরজা বন্ধ ট্রাকের ভিতরে কার্যত দমবন্ধ অবস্থায় মৃত্যু হল অন্তত ৪৬ জনের৷ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে আমেরিকার টেক্সাসে৷ ইতিমধ্যেই অন্তত ৪৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে৷ আরও অন্তত ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, টেক্সাসের কাছে সান অ্যান্টনিও শহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভিতর থেকে ৪৬টি মৃতদেহ উদ্ধার করা হয়৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ট্রাকে থাকা ওই যাত্রীদের মেক্সিকো থেকে আমেরিকায় ঢোকানোর চেষ্টা চলছিল৷ কিন্তু প্রবল গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ট্রাকের ভিতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অধিকাংশ যাত্রী৷

আরও পড়ুন: শরীরে নেই কোনও আঘাতের চিহ্ন, দক্ষিণ আফ্রিকার পানশালায় ২২ কিশোর-কিশোরীর রহস্যমৃত্যু

advertisement

ট্রাকের ভিতর থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্য চারটি শিশুও রয়েছে৷ যদিও মৃতদের মধ্যে কোনও শিশু বা নাবালক নেই৷ চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ প্রত্যেকেই দীর্ঘ যাত্রার ধকলে বিধ্বস্ত এবং হিট স্ট্রোকে আক্রান্ত৷

জানা গিয়েছে, ট্রেলার জাতীয় ওই ট্রাকটির ভিতরের অংশে বাতানুকূল ব্যবস্থা ছিল৷ কিন্তু এসি কাজ না করাতেই ভিতরে থাকা যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন বলে অনুমান পুলিশের৷ মেক্সিকো সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত স্যান অ্যান্টনিও শহর৷ যে হাইওয়ের উপরে ওই ট্রাকটি দাঁড়িয়ে ছিল, সেই রাস্তাটি মানব পাচারের জন্য নিয়মিত ব্যবহার করা হয়৷ এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ৷ নির্মীয়মাণ একটি বাড়ির এক কর্মী প্রথমে ওই ট্রাক থেকে চিৎকার শুনতে পেয়ে কৌতূহলী হয়ে এগিয়ে আসেন৷ ট্রাকের আধখোলা দরজা দিয়ে উঁকি মেরে তিনি দেখেন, ভিতরে মৃতদেহের স্তূপ রয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মেক্সিকোর বিদেশমন্ত্রী মার্সেলো এবার্ডও এই ঘটনার কথা ট্যুইটারে উল্লেখ করেছেন৷ তিনি জানিয়েছেন, আমেরিকায় মেক্সিকো দূতাবাসের কর্মী ও আধিকারিকরা হাসপাতালে গিয়ে চিিকৎসাধীনদের যাবতীয় সহায়তার ব্যবস্থা করবেন৷ হাজারো চেষ্টা করেও যে মেক্সিকো সীমান্ত থেকে আমেরিকায় অনুপ্রবেশ এবং মানব পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ জো বাইডেন সরকার, এই ঘটনা ফের একবার তা প্রমাণ করল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Human smuggling tragedy in America: ট্রাকের ভিতরে উদ্ধার ৪৬টি মৃতদেহ! মানব পাচারের সময় আমেরিকায় মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল