TRENDING:

লন্ডনে বিভীষিকা! ট্রাকে বোঝাই ৩৯টি দেহ উদ্ধার

Last Updated:

এসেক্স পুলিশ জানিয়েছে, রাত ১.৪০ নাগাদ ঘটনাটি নজরে আসে। পূর্ব লন্ডনে গ্রেস ইন্ডাস্ট্রিয়াল পার্কে লরিটি আটক করা হয়৷ ৩৮টি দেহ পূর্ণ বয়স্কের৷ একটি দেহ টিনেজারের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: সাক্ষাত্‍ মৃত্যু-যান! একের পর এক দেহ ঠাসা৷ বোঝাই করে রাখা লরিতে৷ বুধবার লন্ডন দেখল বিভীষিকা! একটি ট্রাকের কন্টেনারে মিলল ৩৯টি মৃতদেহ৷ পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, ট্রাকটি এসেছে বুলগেরিয়া থেকে৷
advertisement

এসেক্স পুলিশ জানিয়েছে, রাত ১.৪০ নাগাদ ঘটনাটি নজরে আসে। পূর্ব লন্ডনে গ্রেস ইন্ডাস্ট্রিয়াল পার্কে লরিটি আটক করা হয়৷ ৩৮টি দেহ পূর্ণ বয়স্কের৷ একটি দেহ টিনেজারের৷ ঘটনায় নর্দার্ন আয়ারল্যান্ডের বাসিন্দা ২৫ বছরের এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশের অনুমান, ওই যুবক সিরিয়াল কিলার৷ ট্রাকটি ওই যুবকই চালাচ্ছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় এমারজেন্সি সার্ভিস। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। পুলিশ জানিয়েছেন, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ১৯ অক্টোবর ট্রাকটি বুলগেরিয়া থেকে ব্রিটেনে ঢোকে৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ তিনি বলেন, 'ঘটনার দিকে নজর রাখছি৷ পুলিশের কাছ থেকে খবর নিচ্ছি৷ ঠিক কী ঘটেছে, এসেক্স পুলিশকে তা জানতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি৷'

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
লন্ডনে বিভীষিকা! ট্রাকে বোঝাই ৩৯টি দেহ উদ্ধার