আক্রান্ত কুড়ি বছরের তরুণ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি বয়ানে জানিয়েছেন যে সোমবার রাতে কারখানো বাজার থেকে তিনি ট্যাক্সি ভাড়া করেন ৷ কিন্তু মাঝরাস্তাই রিং রোডরে উপর একটি পেট্রোল পাম্পের কাছে গাড়ির চালক আচমকা গাড়ি থামিয়ে দেন ৷ এরপর তাকে জোর করে গাড়ি থেকে টেনে হিঁচড়ে একটি খালি জমিতে নিয়ে গিয়ে জোর করে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে ৷
advertisement
তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত মেনহজকে (৪০) গ্রেফতার করছেন ৷ মেনহাজ পুলিশি জেরায় নিজের দোষ স্বীকার করেছেন ৷ অন্যদিকে, আক্রন্ত যুবককে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷
পুলিশ আধিকারিক জানিয়েছেন যে অভিযুক্তর বিরুদ্ধে পাকিস্তান দন্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে ৷ তিনি আরও জানান যে আক্রান্ত ব্যক্তি অভিযুক্তের বিরুদ্ধে যতেষ্ঠ তথ্য প্রমান দিয়েছে, যার জেরে তাকে এত তাড়াতাড়ি গ্রেফতার করতে সফল হয়েছে পুলিশ ৷