TRENDING:

পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা কত জানেন? ২০,০০০,০০০,০০০,০০০,০০০! বলতেই পারছেন না অনেকে

Last Updated:

বিজ্ঞানীরা বলছেন, পরিবেশের সাম্য বজায় রাখতে পিঁপড়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কত আজব পরিসংখ্যান আছে পৃথিবীতে যা মানুষকে প্রতিদিন অবাক করে দেয়৷ বিভিন্ন গবেষণার মাধ্যমে সেই আজব পরিসংখ্যান বা তত্ত্বের নাগাল আমরা পাই৷ তেমনই এক পরিসংখ্যানের হদিশ পেয়েছেন হংকংয়ের গবেষকরা৷ তাঁরা গবেষণার মাধ্যমে আন্দাজ করেছেন, পৃথিবীতে মোট কত পরিমাণ পিঁপড়ে থাকতে পারে৷ গবেষণার পর যে পরিসংখ্যান এসেছে, তাকে সংখ্যায় প্রকাশ করলে দাঁড়াচ্ছে ২০০০০০০০০০০০০০০০০! কিন্তু অনেকেই এই সংখ্যা গুণে বলতে পারছেন না, কথায় এটা কী হবে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বিজ্ঞানীরা বলছেন, পরিবেশের সাম্য বজায় রাখতে পিঁপড়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ৷ পৃথিবীতে পিঁপড়ের উপস্থিতি রয়েছে প্রায় ১০০ মিলিয়ন বছর ধরে৷ এগুলি শতাব্দীর পর শতাব্দী জুড়ে পাল্টে যাওয়া পৃথিবীর প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থেকেছে৷ সারা পৃথিবীতে প্রায় ১২ হাজার রকম পিঁপড়ে রয়েছে৷ মাটির স্তর বিন্যাসের ক্ষেত্রে পিঁপড়ে খুবই গুরুত্বপূর্ণ, গাছের গোড়ায় জল ও অক্সিজেন পৌঁছতে পিঁপড়ে সাহায্য করে৷ সেই কারণেও এটির উপস্থিত দরকার৷ এর ফলে পরিবেশে ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়৷

advertisement

আরও পড়ুন: জ্বালানিতে ফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র! সংস্থাগুলিকে লাভের যে পরিমাণে

আরও পড়ুন: PM Kisan: কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর! PNB দিচ্ছে ৫০ হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

এ বার তাহলে আসল কথায় আসা যাক, এই বিপুল সংখ্যাটি আসলে কত! বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলেও পিঁপড়েদের জীবন অনেক পাল্টেছে৷ ফলে ভূগোলের ভিত্তিতে পিঁপড়ের উপস্থিতির বিষয়টি বিচার করলে বোঝা যাচ্ছে, আদৌ কত সংখ্যায় টিকে থাকতে পারে এই প্রাণী৷ বিজ্ঞানীরা বলছেন, এই সংখ্যাটি হল ২০ কোড্রিলিয়ন৷ অর্থাৎ ১০০ কোটিকে ১০ লক্ষ দিয়ে গুণ করার পর ফের তাঁকে ২০ দিয়ে গুণ করলে যে সংখ্যাটি হবে সেটি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা কত জানেন? ২০,০০০,০০০,০০০,০০০,০০০! বলতেই পারছেন না অনেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল