TRENDING:

রুশ পরমাণু বোমার ভয়! ইউক্রেনে ১৫ হাজার ছেলেমেয়ে মাতবে অবাধ যৌনতার ‘পার্টি’-তে

Last Updated:

সেই গ্রুপে বিভিন্ন ধরণের যৌন ইচ্ছাধারী মানুষদেরকে ভিন্নভিন্ন রঙের ব্যান্ড পরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যে কোনও সময় দেশে এসে পড়তে পারে রুশ পরমাণু অস্ত্র৷ আর সেই কারণেই জীবনের সাধটুকু নিয়ে রাখতে চাইছেন ইউক্রেনের অসংখ্য মানুষ৷ সেই কারণে তাঁরা আয়োজন করেছেন ‘মাস ওরজি’ বা গণ যৌনতার পার্টি৷ টেলিগ্রামে তৈরি হওয়া একটি গ্রুপের মাধ্যমে এমনই তথ্য এসেছে সংবাদমাধ্যমের কাছে৷ নিউ ইয়র্ক পোস্টের একটি খবরে বলা হয়েছে, যুদ্ধ-বিদ্ধস্ত ইউক্রেনের সাধারণ মানুষ ভাবছেন, যে কোনও সময় সে দেশে এসে পড়তে পারে ভয়ানক পরমাণু অস্ত্র৷ তাই বাকি সময়টা সুখেই কাটাতে চাইছেন তাঁরা৷ সেই উদ্দেশ্য নিয়ে একটি গ্রুপও তৈরি করা হয়েছে টেলিগ্রামে৷ এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে, ‘‘Orgy for Shchekavystsa: Official’’৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন -  স্কুলে ওটা মস্ত বড় কী! গোখরো পাওয়া গেল শিশু বিকাশ কেন্দ্র থেকে

আরও পড়ুন: রেহাই নেই বৃষ্টির থেকে, আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের

সেই গ্রুপে বিভিন্ন ধরণের যৌন ইচ্ছাধারী মানুষদেরকে ভিন্নভিন্ন রঙের ব্যান্ড পরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এর মধ্যে যাঁরা অ্যানাল সেক্সে ইচ্ছুক, তাঁদের বলা হয়েছে হাতে তিনটি স্ট্রাইপ এঁকে আসতে৷ আবার ওরাল সেক্সের যাঁদের মন, তাঁদের বলা হয়েছে চারটি স্ট্রাইপ এঁকে আসতে৷ টেলিগ্রামে যে গ্রুপে এর আলোচনা হচ্ছে, সেটির নাম ‘ইউক্রেন নাও’৷ সেই গ্রুপে চলতি যুদ্ধের বিষয়েও বিস্তারিত পোস্ট করা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বুধবারই ইউক্রেনের আভদিভকা শহরের একটি মার্কেটে হামলা চালায় রাশিয়া, সেখানে মৃত্যু হয় সাতজনের, আহত হন আরও ৮ জন৷ রুশ শেলিংয়ের সামনে লণ্ডভণ্ড হয়ে যায় এই মার্কেট৷ সেখানে অসংখ্য মানুষ ছিলেন তখন, ফলে জীবন শংসয় হয় তাঁদেরও৷ পাশাপাশি, ইউক্রেনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, ইউক্রেনের এক সেনা আধিকারিককে অপহরণ করেছে রুশ সেনা৷ সব মিলিয়ে পরিস্থিতি এখনও যথেষ্টই উত্তেজনাপূর্ণ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
রুশ পরমাণু বোমার ভয়! ইউক্রেনে ১৫ হাজার ছেলেমেয়ে মাতবে অবাধ যৌনতার ‘পার্টি’-তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল