সংবাদ সংস্থা সূত্রে খবর, জন্মদিনের পার্টির হুল্লোড় তখন মধ্যগগনে ৷ স্থানীয় সময় রবিবার রাত ১০ টা ও ভারতীয় সময় রাত ২টো নাগাদ টরেন্টোর ড্যানফোর্থ এলাকার রেস্তোরাঁয় হানা দেয় বন্দুকধারী এক ব্যক্তি ৷ ঢুকেই প্রায় এলোপাথারি ১৫ থেকে ২০ বার গুলি চালায় সে ৷ রেস্তোরাঁয় ওই সময় একটি জন্মদিনের পার্টি চলছিল ৷ পার্টিতে উপস্থিত একটি বাচ্চা মেয়ে সহ গুলিতে আহত হন ১০ ব্যক্তি ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন
রেলে লক্ষাধিক কর্মী নিয়োগ, অবশেষে ঘোষিত পরীক্ষার তারিখ
পুলিশ জানিয়েছে, হামলার পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে হামলাকারী ৷ তাঁর পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ৷ নিজেকে সম্পূর্ণ কালো পোশাকে ঢেকে ওই রেস্তোরাঁয় হানা দিয়েছিল হামলাকারী ৷
আরও পড়ুন
স্নাতক হলেই মিলবে সুযোগ, রাজ্য সরকারের এই দফতরে বিপুল কর্মী নিয়োগ