TRENDING:

Banana of 1 Crore: কী কাণ্ড! খিদের চোটে ১ কোটি টাকায় ‘১টি কলা’ খেয়ে দেওয়ালে খোসা আটকে রাখলেন ছাত্র

Last Updated:

Banana of 1 Crore: ভক্ষণেই ইতি নয়৷ এর পর তিনি কলার খোসাটি ওই দেওয়ালেই ডাক্ট টেপ দিয়ে আটকে রাখেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিওল : খিদে পেলে মাথার ঠিক থাকে না কারওরই৷ খাবারের অভাবে বহু জায়গাতেই কাঁচা খাবার খেয়ে, কুখাদ্য খেয়ে জীবনধারণের উদাহরণ আছে৷ তবে সিওলে এক ছাত্র যা করলেন, তা নজিরবিহীনই বটে৷ দেওয়ালে বহুমূল্য শিল্পকলার অংশ হিসেবে টাঙানো ছিল আস্ত কলা৷ খিদের চোটে সেটাই খেয়ে ফেললেন তিনি৷ এই ঘটনা সিওলের লিয়াম মিউজিয়াম অব আর্ট-এর ঘটনা৷ পরে আত্মরক্ষার্থে তাঁর সাফাই, খিদে পেয়েছিল বলেই এ কাজ করেছেন৷
আত্মরক্ষার্থে তাঁর সাফাই, খিদে পেয়েছিল বলেই এ কাজ করেছেন
আত্মরক্ষার্থে তাঁর সাফাই, খিদে পেয়েছিল বলেই এ কাজ করেছেন
advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত, বিখ্যাত ইতালীয় শিল্পী মাউরিজিও কাত্তেলানের তৈরি শিল্পকর্ম বা আর্ট ইলাস্ট্রেশনে ব্যবহার করা হয়েছিল কলাটি৷ ‘কমেডিয়ান’ নামে শিল্পকর্মটি প্রদর্শিত হচ্ছিল লিয়াম মিউজিয়ামের এক প্রদর্শনীতে৷ নোহ হুন সু নামে অভিযুক্ত ওই ছাত্র ডাক্ট টেপ খুলে কলাটি খেয়ে নেন৷ তাড়াহুড়ো করে নয়, বেশ তারিয়ে তারিয়েই সেটি উপভোগ করেন তিনি৷

advertisement

ভক্ষণেই ইতি নয়৷ এর পর তিনি কলার খোসাটি ওই দেওয়ালেই ডাক্ট টেপ দিয়ে আটকে রাখেন৷ পুরো ঘটনা তাঁর বন্ধু মোবাইলে রেকর্ড করে পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়৷ শিল্পকর্মটির মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার৷ ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি টাকা৷ পরে জিজ্ঞাসাবাদের সময় ওই ছাত্র জানান তিনি প্রাতরাশ করেননি৷ তাই খুব খিদে পেয়ে গিয়েছিল৷ পরে রসিকতা করে এক সাক্ষাৎকারে এও বলেছেন যে আধুনিক শিল্পকর্ম নষ্ট করাও একটা শিল্প!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এই কাণ্ডে একটু রেগে যাননি খোদ শিল্পী কাত্তেলান৷ বরং জানিয়েছেন এটা কোনও গুরুতর বিষয় নয়৷ কারণ মিউজিয়ামের কিউরেটর প্রতি দু’দিন অন্তর এমনিতেই দেওয়ালে টাঙানো কলা পরিবর্তন করছিলেন৷ শিল্পীর কমেডিয়ান শিল্প কর্ম থেকে কলা খোয়া যাওয়া প্রথম নয়৷ এর আগেও এই ঘটনা ঘটেছে৷ ২০১৯ সালে শিল্পী ডেভিড ডাটুনা এই ব্যানানা আর্ট ওয়ার্ক বিক্রি হয়ে যাওয়ার পর কলাটি খেয়ে নিয়েছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Banana of 1 Crore: কী কাণ্ড! খিদের চোটে ১ কোটি টাকায় ‘১টি কলা’ খেয়ে দেওয়ালে খোসা আটকে রাখলেন ছাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল