আরও পড়ুন পিটারকে ডিভোর্সের নোটিশ পাঠালেন ইন্দ্রাণী
বেঙ্গালুরুর এক বিখ্যাত পরিবারে জন্ম হয় ইন্দু মালহোত্রার, তাঁর পারিবারের বেশিরভাগ সদস্যই পেশায় আইনজীবী ৷ ১৯৮৩ সালে বার কাউন্সিলে যোগ দিয়েই কর্মজীবন শুরু করেন তিনি ৷
১৯৮৮ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যোগ দেন ইন্দু ৷ ১৯৯১-১৯৯৬ পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টে হরিয়ানার পক্ষের আইনজীবির ভূমিকা পালন করেছেন ৷
advertisement
আরও পড়ুন সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন একই পরিবারের ৩ জন
ইন্দু মালহোত্রা সম্পর্কে সহকর্মীরা জানিয়েছেন সওয়াল জবাবের সময়ে বিপক্ষের বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক রূপই বলে দেয় তিনি কত বড় মাপের আইনজীবি ৷ কোনও মামলার শেষ না দেখে কখনও হার মানেন না অদম্য ইন্দু ৷ তাঁদের বিশ্বাস নতুন দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গেই পালন করবেন তিনি ৷
বাবা প্রকাশ মালহোত্রা সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবী ৷ ইন্দু বাবার আদর্শকে পাথেয় করেই এই পেশায় এসেছেন ৷