TRENDING:

পিটারকে ডিভোর্সের নোটিশ পাঠালেন ইন্দ্রাণী

Last Updated:

তবে কি দীর্ঘ বিবাহিত জীবনে ইতি পড়তে চলেছে এবার ? এক সঙ্গে দেড় দশকেরও বেশি সময়ে কাটানোর পরে শিনা বোরা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন পিটার মুখোপাধ্যায়কে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শিনা বোরা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠালেন স্বামী পিটার মুখোপাধ্যায়কে ৷ এক সঙ্গে দেড় দশকেরও বেশি সময় কাটানোর পরে তবে কি দীর্ঘ বিবাহিত জীবনে ইতি পড়তে চলেছে এবার ?
advertisement

আরও পড়ুন  :   টিআরপির নিরিখে এই সপ্তাহের সেরা পাঁচ বাংলা ধারাবাহিক, দেখে নিন এক নজরে

শিনা বোরা হত্যাকাণ্ডে প্রকাশ্যে আসতেই দীর্ঘ ১৬ বছরের সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে ৷ শিনা বোরা হত্যা কাণ্ডে ২০১৫ সালে ইন্দ্রাণী  মুখোপাধ্যায় গ্রেফতার হন ৷  তার কয়েক মাস পরেই গ্রেফতার হন পিটার মুখোপাধ্যায় ৷ বর্তমানে তারা দু’জনেই শিনা বোরা হত্যা কাণ্ডে বিচরাধীন ৷  সূত্রের খবর, পিটার মুখোপাধ্যায় একাধিকবার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি ইন্দ্রাণীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতেন চান না ৷

advertisement

আরও পড়ুন  :   টেলিভিশনের হিট জুটি বিক্রম-ঐন্দ্রিলার কামব্য়াক, গুঞ্জন স্টুডিও পাড়ায় . . .

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

দুপক্ষের মধ্যে বহুবার বিচ্ছেদর ইচ্ছা প্রকাশ করলেও এই প্রথম ইন্দ্রাণীর বিবাহ বিচ্ছেদের নোটিশ পৌছল পিটারের কাছে ৷  জানা গিয়েছে, ২৫ এপ্রিল ইন্দ্রাণীর আইনজীবী এডিথ দে কুরিয়ারের মাধ্যমে পিটারকে ডিভোর্স নোটিস পাঠিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পিটারকে ডিভোর্সের নোটিশ পাঠালেন ইন্দ্রাণী