২০১৮ চিনের সর্ববৃহৎ সংস্থা আলিবাবার একটি অংশ অ্যান্ট ফিনান্সিয়াল Zomato-এ বিনিয়োগ করে৷ প্রথমে ১৪.৭ শতাংশের মালিকানা তাদের থাকলেও, পরবর্তীতে বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানো হয়৷
'চিন আমাদের থেকে মুনাফা করে, সেই টাকায় আবার আমাদের সেনার ওপর হামলা চালাচ্ছে৷ আমাদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে৷ এটা হতে পারে না', বক্তব্য এক বিক্ষোভকারীর৷ অন্যদের মত, তারা না খেয়ে থাকলেও, চিনার স্টেক রয়েছে, এমন সংস্থায় কাজ করবেন না৷
advertisement
মে মাসেই প্রায় ৫২০জন কর্মীকে ছাঁটাই করেছে Zomato ৷ যা প্রায় তাদের সংস্থার ১৩ শতাংশর কাছাকাছি৷ করোনার জেরে কাজ হারিয়েছেন কর্মীরা৷ তারাই এই প্রতিবাদ বিক্ষোভে সামিল কিনা, তা জানা যায়নি৷ এই নিয়ে যদিও Zomato-র তরফ থেকে সরাসরি কিছু জানানো হয়নি৷
Location :
First Published :
June 28, 2020 9:40 AM IST