TRENDING:

অন্তত ৩৫ জন চিন সেনাকে পাল্টা মেরেছে ভারতীয় জওয়ানরা, বলছে মার্কিন রিপোর্ট

Last Updated:

সূত্রের খবর চিনা বাহিনী কাঁটাতার জড়ানো রড ও পাথর ব্যবহার করেছিল নিরস্ত্র ভারতীয় জওয়ানদের মারতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৪৫ বছর শান্ত ছিল এই সীমান্ত। কিন্তু সোমবার রাতে বদলে গিয়েছে সমস্ত সমীকরণ। চিনের হঠাৎ আঘাতে প্রাণ গিয়েছে বহু ভারতীয় সেনার। সেনাসূত্রে খবর, খণ্ডযুদ্ধ এবং তুমুল ঠাণ্ডা দুইয়ের ফলেই মারা গিয়েছেন ভারতীয় জওয়ানরা। কিন্তু চিনের তরফে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।সংবাদমাধ্যমেও স্পষ্ট করে কোনও তথ্য দেওয়া হয়নি। মঙ্গলবার রাতে সংবাদসংস্থা এএনআই জানান দেয়,চিনের তরফে হতাহত ৪৩।
advertisement

এই অবস্থায় মার্কিন সংবাদমাধ্যমের একাংশ মনে করছেন চিন সেনার মধ্যোও মৃতের সংখ্যাটা নেহাত কম নয়। মার্কিন গোয়েন্দারা মনে করছেন, অন্তত ৩৫ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে ভারতের প্রত্যাঘাতে।

ইউএস নিউজের প্রতিবেদনেও এই সংঘাতের প্রেক্ষাপটকে বর্ণনা করতে গিয়ে লিখেছে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব লাদাখের বিভিন্ন অংশ থেকে সেনা সরাচ্ছিল ভারত-চিন দুই পক্ষই। চিন কোনও অজ্ঞাত কারণে গলওয়ান থেকে সেনা সরাতে চায়নি। এই আবহে সরাসরি কথা বলার জন্য চিন শিবিরে যান কর্নেল সন্তোষ বাবু। বেশ অনেকক্ষণ কর্নেল বাবু সেনা কমানোর বিষয়ে বৈঠক করেন চিনা সেনার সঙ্গে। বৈঠকের মিটতেই আঘাত করে চিন। কর্নেল বাবু-সহ তাঁর রেঞ্জিমেন্টের বহু জওয়ানের উপর হামলা চলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সূত্রের খবর চিনা বাহিনী কাঁটাতার জড়ানো রড ও পাথর ব্যবহার করেছিল নিরস্ত্র ভারতীয় জওয়ানদের মারতে। তবে ভারতীয় জওয়ানরাও হাত গুটিয়ে বসে থাকেনি। পাল্টা প্রত্যাঘাত করেছে। চিন সেনার অস্ত্রেই তাদের ঘায়েল করেছে। অনেকে বিপদের মুখে সমর্পণ না করে প্রাণ বাঁচানোর তাগিদে নদীতেও ঝাঁপ মারতে বাধ্য হয়েছেন।

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
অন্তত ৩৫ জন চিন সেনাকে পাল্টা মেরেছে ভারতীয় জওয়ানরা, বলছে মার্কিন রিপোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল