গত শুক্রবারই সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারতেরও সীমান্ত পেরোয়নি চিন সেনা, ভারতের ভূখণ্ড দখলও করেনি৷ যদিও রাহুল বারবারই অভিযোগ করছেন, ভারতের ভূখণ্ড খানিকটা দখল করে নিয়েছে চিন৷ আজ একটি সংবাদমাধ্যমের খবর পোস্ট করেছেন রাহুল৷ সেই খবরে লেখা হয়েছে, চিনের সংবাদপত্র গ্লোবাল টাইমস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছে৷
advertisement
প্রসঙ্গত, গ্লোবাল টাইমস-এ 'India knows it can't have a war with China' শীর্ষক একটি লেখায় বলা হয়েছে, 'প্রধানমন্ত্রী মোদি বিবাদের তীব্রতা কমাতে শব্দের খেলা খেলছেন৷ শুধু সেনার নিরিখে নয়, সার্বিক ভাবে ও আন্তর্জাতিক প্রভাবে চিন ভারতের চেয়ে অনেক এগিয়ে৷'
Location :
First Published :
June 22, 2020 9:41 PM IST