এই বিষয়ে সেনার তরফে প্রকাশিত প্রথম সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে, '২২ জুন, ২০২০ তারিখে মলডোতে ভারত এবং চিনের কর্পস কম্যান্ডার স্তরের বৈঠক সৌহার্দ্যপূর্ণ, ইতিবাচক এবং সদর্থক পরিবেশে অনুষ্ঠিত হয়৷ দু' তরফই উত্তেজনা প্রশমনে পারস্পরিক সহমতের ভিত্তিতে বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে৷ পূর্ব লাদাখের যে এলাকাগুলি নিয়ে মতবিরোধ ছিল, সেখান থেকে কীভাবে সেনা প্রত্যাহার করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও কথা চলবে৷'
advertisement
সোমবার ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে আরও এক দফা আলোচনা হয়৷ পূর্ব লাদাখে নিয়ন্ত্রণরেখার ওপারে চিনা ভূখণ্ডের অন্তর্গত মলডোতে সকাল সাড়ে ১১টা থেকে এই বৈঠক শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে৷ পূর্ব লাদাখ থেকে দু'পক্ষই কী ভাবে সেনা সরাবে, তা নিয়েই মূলত আলোচনা চলে৷
গত ৬ জুন ওই একই জায়গায় ভারত এবং চিনের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল স্তরের প্রথম বৈঠক হয়৷ সেই বৈঠকেও পূর্ব লাদাখের বেশ কয়েকটি জায়গা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু ভারতীয় সেনার অভিযোগ অনুযায়ী, চিন সেই চুক্তি মানেনি৷ এর পর গত ১৫ জুন ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃ্ত্যুর পর পরিস্থিতি চরম উত্তপ্ত হয়েও ওঠে৷
দু'পক্ষের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার এবং বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং গ্রাউন্ড কম্যান্ডারদের থেকে রিপোর্ট নিতে লাদাখ যাওয়ার কথা সেনা প্রধান এম এম নারভানের৷ অন্যদিকে তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ফরওয়ার্ড লোকেশনগুলিতে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে কথা বলবেন বলে সেনা সূত্রে খবর৷