TRENDING:

চিনের সঙ্গে আলোচনা ইতিবাচক, বাহিনী প্রত্যাহারে সহমত দু'পক্ষই, জানাল সেনা

Last Updated:

সোমবার ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে আরও এক দফা আলোচনা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাদাখ: গালওয়ান উপত্যকার সংঘর্ষ নিয়ে চিনের সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘ আলোচনা ইতিবাচক এবং সদার্থক পরিবেশে হয়েছে বলে বিবৃতি দিয়ে দাবি করল ভারতীয় সেনাবাহিনী৷
advertisement

এই বিষয়ে সেনার তরফে প্রকাশিত প্রথম সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে, '২২ জুন, ২০২০ তারিখে মলডোতে ভারত এবং চিনের কর্পস কম্যান্ডার স্তরের বৈঠক সৌহার্দ্যপূর্ণ, ইতিবাচক এবং সদর্থক পরিবেশে অনুষ্ঠিত হয়৷ দু' তরফই উত্তেজনা প্রশমনে পারস্পরিক সহমতের ভিত্তিতে বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে৷ পূর্ব লাদাখের যে এলাকাগুলি নিয়ে মতবিরোধ ছিল, সেখান থেকে কীভাবে সেনা প্রত্যাহার করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও কথা চলবে৷'

advertisement

সোমবার ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে আরও এক দফা আলোচনা হয়৷ পূর্ব লাদাখে নিয়ন্ত্রণরেখার ওপারে চিনা ভূখণ্ডের অন্তর্গত মলডোতে সকাল সাড়ে ১১টা থেকে এই বৈঠক শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে৷ পূর্ব লাদাখ থেকে দু'পক্ষই কী ভাবে সেনা সরাবে, তা নিয়েই মূলত আলোচনা চলে৷

গত ৬ জুন ওই একই জায়গায় ভারত এবং চিনের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল স্তরের প্রথম বৈঠক হয়৷ সেই বৈঠকেও পূর্ব লাদাখের বেশ কয়েকটি জায়গা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু ভারতীয় সেনার অভিযোগ অনুযায়ী, চিন সেই চুক্তি মানেনি৷ এর পর গত ১৫ জুন ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃ্ত্যুর পর পরিস্থিতি চরম উত্তপ্ত হয়েও ওঠে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

দু'পক্ষের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার এবং বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং গ্রাউন্ড কম্যান্ডারদের থেকে রিপোর্ট নিতে লাদাখ যাওয়ার কথা সেনা প্রধান এম এম নারভানের৷ অন্যদিকে তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ফরওয়ার্ড লোকেশনগুলিতে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে কথা বলবেন বলে সেনা সূত্রে খবর৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিনের সঙ্গে আলোচনা ইতিবাচক, বাহিনী প্রত্যাহারে সহমত দু'পক্ষই, জানাল সেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল