ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকের পরে ভারতে জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি শুক্রবার জানিয়েছেন, ‘বিদেশ সচিব শ্রিংলার সঙ্গে ভাল আলোচনা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কী অবস্থা তা নিয়ে ওঁর বক্তব্যের যুক্তি আছে এবং GOI–এর নীতি অনুসারে আমরা চাই সীমান্তে শান্তি বজায় থাকুক। জাপান চায় কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। দ্বিপাক্ষিক দিক থেকেই স্থিতাবস্থা ভঙ্গ হয় এমন কোনও ঘটনা ঘটুক জাপান সেটা কোনওভাবেই চায় না।’
advertisement
১৫ জুন গালওয়ান ভ্যালিতে ভারত চিনের সেনার মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। তারপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্তর্জাতিক ক্ষেত্রেও সমালোচনার মুখে পড়ে চিন। এর আগে জাপান সরকার জানিয়েছিল, তাঁরা চান এই দুই দেশের সম্পর্ক যেন কথাবার্তার মাধ্যমে সহজে সমাধান করা যায়। পাশাপাশি তাঁরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন বলেও জানান।