মঙ্গলবারই লাদাখ পৌঁছেছিলেন সেনাপ্রধান৷ লেহ-এর সামরিক হাসপাতালে গিয়ে চিনের বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গেও দেখা করেন তিনি৷ এ দিন লাদাখের আশপাশে ফরওয়ার্ড বেসগুলিতে গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করেন সেনাপ্রধান৷ লাদাখ সীমান্তে এখন কী পরিস্থিতি রয়েছে, সেনা সিনিয়র অফিসারদের থেকে তাও বুঝে নেন সেনাপ্রধান৷ বাহিনীর জওয়ানদের একই রকম সাহসিকতা এবং মনোবল নিয়ে কাজ করার জন্যও উৎসাহিত করেন তিনি৷
advertisement
এর পাশাপাশি চিনের সেনাদের সঙ্গে সংঘর্ষে যে সেনা জওয়ানরা অংশ নিয়েছিলেন, তাঁদেরকে সাহসিকতার স্বীকৃতি স্বরূপ সেনার শংসাপত্র তুলে দেন সেনাপ্রধান৷ সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থার দাবি, লাদাখের প্যাংগং তাসো লেক, ফিঙ্গার এরিয়া এবং গালওয়ান নদীর উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছিল ভারত এবং চিনের সেনাবাহিনী৷
মঙ্গলবারই ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছিল, চিনের সঙ্গে কম্যান্ডার স্তরের বৈঠক ইতিবাচক হয়েছে৷ ভারতের সঙ্গে সহমত পোষণ করে চিনও নিয়ন্ত্রণরেখা বরাবর কয়েকটি অঞ্চল থেকে বাহিনীকে পিছিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে৷