TRENDING:

সাহসী জওয়ানদের উদ্বুদ্ধ করলেন সেনাপ্রধান, চিনা বাহিনীর মোকাবিলার জন্য দিলেন শংসাপত্র

Last Updated:

চিনের সেনাদের সঙ্গে সংঘর্ষে যে সেনা জওয়ানরা অংশ নিয়েছিলেন, তাঁদেরকে সাহসিকতার স্বীকৃতি স্বরূপ সেনার শংসাপত্র তুলে দেন সেনাপ্রধান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাদাখ: লাদাখ গিয়ে ভারত চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখলেন সেনাপ্রধান এম এম নারভানে৷ একই সঙ্গে বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করে তাঁদের সাহসিকতারও প্রশংসা করে মনোবল আরও বাড়ানোর চেষ্টা করেন সেনাপ্রধান৷ ভারতীয় সেনার পক্ষ থেকেই এ খবর জানানো হয়েছে৷
advertisement

মঙ্গলবারই লাদাখ পৌঁছেছিলেন সেনাপ্রধান৷ লেহ-এর সামরিক হাসপাতালে গিয়ে চিনের বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গেও দেখা করেন তিনি৷ এ দিন লাদাখের আশপাশে ফরওয়ার্ড বেসগুলিতে গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করেন সেনাপ্রধান৷ লাদাখ সীমান্তে এখন কী পরিস্থিতি রয়েছে, সেনা সিনিয়র অফিসারদের থেকে তাও বুঝে নেন সেনাপ্রধান৷ বাহিনীর জওয়ানদের একই রকম সাহসিকতা এবং মনোবল নিয়ে কাজ করার জন্যও উৎসাহিত করেন তিনি৷

advertisement

এর পাশাপাশি চিনের সেনাদের সঙ্গে সংঘর্ষে যে সেনা জওয়ানরা অংশ নিয়েছিলেন, তাঁদেরকে সাহসিকতার স্বীকৃতি স্বরূপ সেনার শংসাপত্র তুলে দেন সেনাপ্রধান৷ সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থার দাবি, লাদাখের প্যাংগং তাসো লেক, ফিঙ্গার এরিয়া এবং গালওয়ান নদীর উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছিল ভারত এবং চিনের সেনাবাহিনী৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

মঙ্গলবারই ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছিল, চিনের সঙ্গে কম্যান্ডার স্তরের বৈঠক ইতিবাচক হয়েছে৷ ভারতের সঙ্গে সহমত পোষণ করে চিনও নিয়ন্ত্রণরেখা বরাবর কয়েকটি অঞ্চল থেকে বাহিনীকে পিছিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
সাহসী জওয়ানদের উদ্বুদ্ধ করলেন সেনাপ্রধান, চিনা বাহিনীর মোকাবিলার জন্য দিলেন শংসাপত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল