গলওয়ান নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ৷ তাদের খবর অনুযায়ী, এতে চিনা সেনাদের মুশকিলে পড়তে হচ্ছে ৷ চিনা সেনা এই মুহূর্তে গালওয়ান নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে ৷ ইতিমধ্যেই জলের স্তর অনেকটা ওপর অবধি পৌঁছে গিযেছে ৷ সেনাবাহিনীর এক শীর্ষাধিকারিক জানিয়েছেন এই সময়ে তাপমাত্রা বাড়ছে, যার জেরে পাহাড়ি এলাকার বরফ দ্রুত গলে যাচ্ছে ৷ আর তারই প্রভাবে দ্রুত বাড়ছে জলস্তর ৷ আধিকারিকের দাবি স্যাটেলাইট ও ড্রোন থেকে পাওয়া ছবি অনুযায়ী চিনা সেনাবাহিনী কড়া নজর রেখেছে পরিস্থিতির ওপর ৷
advertisement
গালওয়ান নদী এই সময় এতটাই মারাত্মক হয়ে যায় যে প্রাণহানির শঙ্কাও তৈরি হয় এই নদীর বন্যায়৷ গত মাসের ১৫ তারিখ ভারত ও চিনা সেনাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়৷ যাতে ভারতের ২০ জন সৈনিক শহিদ হন ৷ এই সেনাদের অনেকেই নদীর হিমশীতল জলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মারা যায় ৷ ভারত রণনীতিগত ভাবে সুবিধাজনক জায়গায় থাকার জন্য গলওয়ান নদীর ওপর ব্রিজ তৈরি করছিল ৷ এর ফলেই ঘাবড়ে যায় চিন ৷
গত প্রায় ৯ সপ্তাহ ধরে এলএসি- LAC বরাবর চিন -ভারত উত্তেজনা চলছে ৷ দুই দেশই এখনও অবধি কোনও সমাধানসূত্র খুঁজে পেতে ব্যর্থ ৷ বিদেশমন্ত্রক ও সেনা আধিকারিক স্তরে আলোচনাও হচ্ছে ৷ কথাবার্তার মাধ্যমেই এই ইস্যু-র সমাধানসূত্র বার করতে আগ্রহী দুই দেশই ৷ তবুও এখনও অবধি সীমান্ত উত্তেজনা প্রশমনের কোনও ইঙ্গিত ২ পক্ষের কারোর তরফ থেকেই পাওয়া যায়নি ৷