তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ নিয়ে এখনও আগের অবস্থানেই অনড় রয়েছে বেজিং৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, 'গালওয়ান উপত্যকার ঘটনায় কে ঠিক আর কে ভুল তা স্পষ্ট৷ ঘটনার জন্য পুরোপুরি ভারতই দায়ী৷ ভারত এবং চিন উত্তেজনা কমানোর লক্ষ্যে কথা চালাচ্ছে৷'
লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ দিন বিকেলেই সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে অংশ নেওয়ার কথা৷ এছাড়াও উদ্ধব ঠাকরে, এম কে স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি, নীতীশ কুমার, জগন মোহন রেড্ডি, এন চন্দ্রবাবু নাইডু, শরদ পাওয়ার, অখিলেশ যাদবের মতো নেতাদের এই বৈঠকে অংশ নেওয়ার কথা৷
advertisement
তবে চিন- ভারত সংঘর্ষ নিয়ে কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে কথার লড়াই অব্যাহত রয়েছে৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি ট্যুইটারে মন্তব্য করেন, নিরস্ত্র অবস্থায় শহিদ হওয়ার জন্য ভারতীয় জওয়ানদের লড়াইয়ের ময়দানে পাঠানো হয়েছিল৷ পাল্টা বিজেপি নেতা সম্বিত পাত্র জবাব দিয়ে রাহুল গান্ধিকে দেশের 'সবথেকে দায়িত্বজ্ঞানহীন রাজনীতিক হিসেবে' কটাক্ষ করেন৷