TRENDING:

It's official! পাক তখ্‌তে ইমরানই 'সুলতান'

Last Updated:

চূড়ান্ত ফলে দেখা যাচ্ছে, জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ পেয়েছে ৬৪টি আসন ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৪৩টি আসন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: পাকিস্তানে গদিতে যে ইমরান খানই বসছেন, তা গণনার অব্যবহিত পরেই নিশ্চিত হয়ে যায়৷ শনিবার ভোট গণনা সম্পূর্ণ শেষে আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হল, ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ একক সংখ্যাগরিষ্ঠ দল৷ পাকিস্তান নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফল অনুযায়ী, পাকিস্তানের ২৭০টি আসনের মধ্যে ১১৬টি আসন পেয়েছে তেহরিক ই ইনসাফ৷
advertisement

আরও পড়ুন: পাকিস্তানের নির্বাচনে ব্যাহত হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, জানাল ইউরোপীয় পর্যবেক্ষক দল

২৫ জুলাই নির্বাচন হয় পাকিস্তানে৷ নানা কারণে ভোট গণনা দেরিতে হয়৷ শনিবারই শেষ হয়েছে গণনা৷ চূড়ান্ত ফলে দেখা যাচ্ছে, জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ পেয়েছে ৬৪টি আসন ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৪৩টি আসন৷

advertisement

আরও পড়ুন: কাশ্মীর প্রসঙ্গে ভারতের সঙ্গে কথা বলতে রাজি, জানালেন ইমরান খান

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

মুত্তাহিদা মজলিস ই অমল পাকিস্তান দলটি পেয়েছে ১৩টি আসন৷ করাচিতে প্রায় ৬ দশক ধরে শাসন চালানো মুত্তাহিদা কউমি মুভমেন্ট পাকিস্তান মাত্র ৬টি আসন পেয়েছে৷ ইমরানের দল মোট ভোট পেয়েছে ১৬,৮৫৭০৩৫টি৷ মোট ভোট পড়েছে ৫১.৭ শতাংশ৷ কট্টরপন্থী বা জঙ্গিদের দলগুলিই খাতাই খুলতে পারেনি নির্বাচনে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
It's official! পাক তখ্‌তে ইমরানই 'সুলতান'