জানা যায়, এই পুজো তিন মাস ধরে চলে। প্রতি বছর জৈষ্ঠ মাসের দশহারাতে পুজো শুরু হয়। জেলায় অন্যান্য প্রতিমা ভাসানে বিভিন্ন আলোকসজ্জা বা বাদ্যযন্ত্রের চাকচিক্ক দেখা গেলেও, এখানে প্রতিমা বিসর্জনের আলাদা ছবি। গতবছর প্রতিমা নিরঞ্জনের থিম ছিল স্বাধীনতার ৭৫ বছর। এ বছরের থিম বৈচিত্রের মধ্যে ঐক্য। শ্রদ্ধা জানানো হয় স্বাধীনতা সংগ্রামে শহিদদের। স্থানীয় বাসিন্দা সনৎকুমার রায় জানান, ” স্থানীয় তরুণরা ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নতি কামনা করে রাম ঠাকুরের আদলে এই লক্ষীনারায়ণ পুজো সূচনা করেছিল। সেই থেকে সমস্ত রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হচ্ছে।”
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2023 6:12 PM IST