TRENDING:

Howrah News: দূর-দূরান্ত থেকে ভিড় উপচে পড়ে, ১৫০ ছুঁইছুঁই হাওড়ার লক্ষীনারায়ণ পুজো

Last Updated:

এই পুজো তিন মাস ধরে চলে। প্রতি বছর জৈষ্ঠ মাসের দশহারাতে পুজো শুরু হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: শতাব্দি পেরিয়ে দেড়শ ছুঁইছুঁই হাওড়ার লক্ষ্মীনারায়ণ পুজো। এই পুজোর ছায়া অনেকটা রামরাজা প্রতিমার আদলে। ডানদিকে দেবাদিদেব মহাদেব ও বাঁদিকে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রম্ভা। দু’পাশে দেবী শক্তির প্রতীক হিসেবে জয়া ও বিজয়ার অবস্থান। নীচের সারিতে অবস্থান করছেন সিদ্ধিদাতা গনেশ, দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু ভৃগু ও বৃহস্পতি। শীর্ষে আছেন বিদ্যার দেবী সরস্বতী এবং সিংহ বাহনা-সহ চার সখী। দেব দেবীদের বাহন রূপে আছেন নারায়নের গড়ুর,লক্ষীর পেঁচা, ব্রম্ভার হাঁস ও মহাদেবের বৃষ।
advertisement

জানা যায়, এই পুজো তিন মাস ধরে চলে। প্রতি বছর জৈষ্ঠ মাসের দশহারাতে পুজো শুরু হয়। জেলায় অন্যান্য প্রতিমা ভাসানে বিভিন্ন আলোকসজ্জা বা বাদ্যযন্ত্রের চাকচিক্ক দেখা গেলেও, এখানে প্রতিমা বিসর্জনের আলাদা ছবি। গতবছর প্রতিমা নিরঞ্জনের থিম ছিল স্বাধীনতার ৭৫ বছর। এ বছরের থিম বৈচিত্রের মধ্যে ঐক্য। শ্রদ্ধা জানানো হয়  স্বাধীনতা সংগ্রামে শহিদদের।  স্থানীয় বাসিন্দা সনৎকুমার রায় জানান, ” স্থানীয় তরুণরা ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নতি কামনা করে রাম ঠাকুরের আদলে এই লক্ষীনারায়ণ পুজো সূচনা করেছিল। সেই থেকে  সমস্ত রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হচ্ছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: দূর-দূরান্ত থেকে ভিড় উপচে পড়ে, ১৫০ ছুঁইছুঁই হাওড়ার লক্ষীনারায়ণ পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল