শেষ মুহূর্তে চরম ব্যস্ততা মন্ডপে মন্ডপে। তেমনি ব্যস্ততা জেলার প্রতিমা শিল্পালয় গুলিতে। জেলার প্রতিটি শিল্পালয় চরম ব্যস্ততা। তবে আমতা ভান্ডারগাছার শিল্পালয়ে চোখে পড়বে অন্য চিত্র। এবার কালী পুজোয় প্রায় ৫০ – ৫৫ টি প্রতিমা তৈরির বরাত পেয়েছে। এই প্রসঙ্গে, শিল্পী গোপাল পাল জানান, “৩০ বছর ধরে প্রতিমা তৈরি হচ্ছে। তবে গত ১০ বছরে গ্রামের মানুষের মধ্যেও থিমের প্রতিমার প্রতি আগ্রহ বেড়েছে। সেই সঙ্গে বাড়ছে থিমের প্রতিমার বরাতও।”
advertisement
আরও পড়ুন: সারফেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান? IIT খড়গপুর দিচ্ছে সুযোগ
আমতা ভান্ডার গাছার একটি শিল্পালয়ে। শুধু গ্রামীণ হাওড়া নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রতিমা তৈরির বরাত আসে। এখানে প্রায় প্রতিটি প্রতিমায় ভিন্ন রূপ ভিন্ন থিমের দেখা মিলবে। প্রতিমার মূর্তি বলতে প্রথমে হাওড়া-কলকাতার মানুষের কাছে ভেসে ওঠে কুমোরটুলির নাম। কিন্তু হাওড়া জেলার আমতা ব্লকের ভান্ডারগাছা গ্রামে শিল্পালয়ে দেখা মিলছে নানা বৈচিত্রের প্রতিমা। ফলে এখানের প্রতিমার দারুন চাহিদা বাড়ছে। কুমোরটুলির ছন্দে এই গ্রামের শিল্পালয়।
আরও পড়ুন: রাজ্যে প্রাথমিক চাকরি বাতিলের তালিকাতে শীর্ষে মুর্শিদাবাদ! মুখে কুলুপ শিক্ষকদের
দুর্গা, লক্ষ্মী, সরস্বতীযে কোনও প্রতিমাতে নতুনত্ব থাকে এখানে। দিন দিন তাই বরাত বেড়েই চলেছে। এবার দুর্গা পুজোয় সর্বাধিক একটি প্রতিমার প্রায় আড়াই লক্ষ টাকা বাজেটে। অন্যদিকে এই কালীপুজোয় সর্বাধিক চল্লিশ হাজার টাকা বাজেটের প্রতিমার বরাত রয়েছে।
রাকেশ মাইতি