TRENDING:

কীভাবে ঘটানো হয়েছে নাগেরবাজার বিস্ফোরণ ? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নাগেরবাজারের কাজিপাড়ায় আাইইডিতেই বিস্ফোরণ ঘটানো হয়। নিশ্চিত সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। ঘটনাস্থল থেকে উদ্ধার আইইডির সকেটের অংশ। উদ্ধার হয়েছে সপ্লিন্টারও। কিন্তু, কীভাবে এই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়, সেই মেকানিজম এখনও স্পষ্ট নয়।
advertisement

আরও পড়ুন: সাধারণ মানুষের আশাভঙ্গ করেছেন মোদি, ২০১৯ এ কংগ্রেসের উপর বিশ্বাস রাখার আর্জি রাহুলের

নাগেরবাজারের কাজিপাড়ায় আইইডি বিস্ফোরণে যে সকেটটি ব‍্যবহার করা হয়, তার কিছু অংশ উদ্ধার করেছে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড।

সকেটটির ব‍্যস আট ইঞ্চি

প্রায় এক ফুট লম্বা

মাথায় ছিল ধাতব পাত।

আর সকেটের মধ‍্যে বিস্ফোরক হিসেবে রাখা ছিল অ‍্যামোনিয়াম নাইট্রেট এবং সপ্লিন্টার।

advertisement

আরও পড়ুন: ভাড়াটের 'পরকীয়া'তে বাধা দিয়ে খুন বাড়ির মালিক

মঙ্গলবার সকাল নটা নাগাদ বিস্ফোরণটি হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।

এই বিস্ফোরণে স্প্লিন্টার ছিল কম। বেশি ব‍্যবহার করা হয় অ‍্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক।যার জেরে বিস্ফোরণের অভিঘাত ছিল তীব্র।

এরকম প্রযুক্তি ব‍্যবহার করে বিস্ফোরণ ঘটাতে দেখা গিয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবিকে।

advertisement

আরও পড়ুন: পোস্টে অফিসের এই স্কিম শুরু করুন মাত্র ১০০ টাকায়, মিলবে বিপুল লাভ

সেরা ভিডিও

আরও দেখুন
বাজেটের মধ্যে দারুণ কালেকশন! ঠাণ্ডা পড়তেই শহরে বসল তিব্বতিদের বাজার
আরও দেখুন

সম্প্রতি, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী ও আমডাঙা। সেখানেও এ ধরনের সকেট বোমা ব‍্যবহার করা হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কীভাবে ঘটানো হয়েছে নাগেরবাজার বিস্ফোরণ ? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য