আরামবাগের তিরোল পঞ্চায়েতের চন্ডিবাটি এলাকার সিপিএম প্রার্থী নাসিমা বেগম। অভিযোগ, সিপিএমের হয়ে মনোনয়ন দেওয়ার পর থেকেই প্রার্থী পদ তোলার জন্য নানান হুমকি জোটে। তার পরেও মনোনয়ন প্রত্যাহার না করায় শনিবার গভীর রাতে বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। সিপিএম প্রার্থী ও তাঁর পরিবারের দাবি, এক দল তৃণমূল কর্মী প্রথমে বাড়িতে চড়াও হয়। তার পর বাড়িতে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় বাইকেও।এমনকি প্রার্থী প্রত্যাহার না করায় সিপিএমের মহিলা প্রার্থীর চুলের মুঠো ধরে মারধর করা হয় বলে অভিযোগ। লাঠি বাঁশ দিয়েও হামলা চালানোর অভিযোগ ওঠে। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হতে হয় সিপিএম প্রার্থীর ছেলেও।
advertisement
ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সিপিএমের পক্ষ থেকে অভিযোগ, ভোটে লড়াই করতে পারবে না বুঝতে পেরে আরামবাগের দিকে দিকে সিপিএম প্রার্থীদের বাড়িতে হামলা, হুমকি, মারধর করা হচ্ছে। যদিও যাবতীয় অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি পারিবারিক অশান্তির জেরে গন্ডগোল।তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে মনোনয়ন তোলাকে কেন্দ্র করে আরামবাগ সহ হুগলির বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ
বাপন সাঁতরা