তারকেশ্বর: করোনাকালে গত দুই বছর পুজো দিতে পারেননি ভক্তরা৷ এবার নীল ষষ্ঠীতে শিব পার্বতীর বিবাহ উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হয় তারকেশ্বর মন্দিরে। নীল-নীলাবতীর (শিব,দুর্গা) বিবাহ উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে তারকেশ্বর মন্দির। চড়কের আগের দিন ধুম ধাম করে তারকেশ্বর মন্দিরে পালিত হয়নীল ষষ্টী। মূলত নীলপূজা বা নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয় দের এক লোকোৎসব৷সন্তানের মঙ্গল ওসুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠীব্রত পালন করেন মহিলারা। এদিন সকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থী গঙ্গা স্নান সেরে, হাতে জলের ঘটি নিয়ে বাবার মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছিলেন তারকেশ্বর। জল ঢালা হয়ে গেলে সন্তান ও পরিবার-পরিজনের মঙ্গল কামনায় মোমবাতি জ্বালিয়ে ধুপ দিয়ে বাবা তারকনাথকে পুজো দেন পুণ্যার্থীরা। বুধবার নীলষষ্ঠী উপলক্ষে তারকেশ্বরে বাঁধভাঙ্গা মানুষের ভিড়। করোনার জন্য বিগত দুই বছর বন্ধ ছিল তারকেশ্বর মন্দির। করোনার প্রভাব কমতেই হাজার হাজার ভক্তের সমাগমে পা ফেলার জায়গা নেই মন্দির প্রাঙ্গণে। এই গাজন উৎসব উপলক্ষে প্রচুর মানুষ ছোট ছোট ব্যবসার সঙ্গে জড়িত থাকেন মন্দির চত্বরে। দু বছর বাদে খুশি তারাও। এক ব্যবসায়ী বলেন, এই বছর তাও লোকজন আসছে বলে বিক্রি বাটা একটু হচ্ছে। মন্দির লাগোয়া একটি দোকানের দোকানদার বলেন অবশেষে বাবা এবার তাদের জন্য মুখ তুলে তাকিয়েছেন। হাজার হাজার ভক্তের সমাগম এর মধ্যে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে এবছর তারকেশ্বর মন্দির ফিরেছে তার নিজস্ব পুরনো ছন্দে।