শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। স্থানীয় কোম্পানি পুকুর এলাকায় একটি আবাসনের চার তলায় একাই থাকেন মধুশ্রী গঙ্গোপাধ্যায় (৭২) নামে ওই বৃদ্ধা৷ দীপাবলির আগে এ দিন সকালে ফ্ল্যাট পরিষ্কার করছিলেন তিনি৷ তখনই জানলার কাচ পরিষ্কার করতে গিয়ে বাঁধে বিপত্তি৷
আরও পড়ুন:‘নাক কাটা, কান কাটাদের দেখলে মানুষ মুখ ফেরাবে!’ দলের নেতাদের নিয়েই বিস্ফোরক অর্জুন
advertisement
বক্স জানলার উপরে বসে কাচ পরিষ্কার করছিলেন তিনি৷ সেই সময় স্লাইডিং জানলার কাচ কোনওভাবে বাইরে থেকে লক হয়ে যায়৷ ফলে ভিতরেই আটকা পড়ে যান ওই বৃদ্ধা৷ শেষ পর্যন্ত চেঁচিয়ে প্রতিবেশীদের থেকে সাহায্য চান তিনি৷ প্রতিবেশীরাই তখন দমকলে খবর দেন৷
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা৷ যদিও ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রথমে বৃদ্ধার ফ্ল্যাটে ঢুকতে পারেননি দমকল কর্মীরা৷ শেষ পর্যন্ত ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে দমকলকর্মীরা ওই বৃদ্ধাকে উদ্ধার করেন৷
বৃদ্ধার প্রতিবেশীরা জানিয়েছেন, মধুশ্রীদেবীর দুই মেয়েই মুম্বইতে থাকেন৷ ফলে সময়ে অসময়ে তাঁরাই মধুশ্রীদেবীর পাশে থাকেন৷
দীর্ঘক্ষণ জানলার ভিতরে আটকে থেকেও অবশ্য ঘাবড়ে যাননি মধুশ্রীদেবী৷ বরং নিজে যে কাণ্ড ঘটিয়েছেন, তা ভেবে নিজেই হেসে ফেলছেন তিনি৷ হাসতে হাসতেই বললেন, ‘জানলা পরিষ্কার করতে গিয়ে আটকে পড়েছিলাম৷ তখন সকাল ৭.৩০ বাজে৷ এরপর প্রতিবেশীরাই পুলিশ এবং দমকলে খবর দেন৷ এখন একদম ঠিক আছি৷’ অন্য ধরনের উদ্ধারকাজে এসে প্রথমে খানিক অবাক হয়েছিলেন দমকল কর্মীরাও৷ শেষ পর্যন্ত বৃদ্ধাকে মুক্ত করতে পেরে খুশি তাঁরাও৷