মারাঠি কায়দায় পরা আঁটোসাঁটো শাড়ি, পায়ে স্নিকার, মাথায় হেলমেট। সাইক্লিংয়ের সময় এটাই পূজার পেটেন্ট ড্রেসকোড। দৌড়ের সময় অবশ্য হেলমেটটা বাদ যায়। গত কয়েক বছরে একের পর এক ম্যারাথনে অংশ নিয়েছেন পূজা। কখনও দৌড়ে, কখনও সাইকেলে চড়ে। জিতেছেন অসংখ্য পুরস্কার। তবে তাঁর স্টাইল স্টেটমেন্টই নজর কেড়েছে সকলের।
ম্যারাথন জিতলে পাওয়া যায় আর্থিক পুরস্কারও। সেই টাকা দিয়েই খাবারের স্টল খুলেছেন পূজা। রবিবার বাদে সপ্তাহের বাকি ছ’দিন খোলা থাকে সেই স্টল। সেখানে মাত্র ৬ টাকায় মেলে ভাত, ডাল, সবজি।
advertisement
দৌড়, সাইক্লিং থেকে স্টলে খাবার পরিবেশন। সবকিছু নিয়ে ব্যস্ত রোজনামচা পূজার। তারই মাঝে দক্ষ হাতে সামলান সংসার। তাঁকে দেখে অনুপ্রাণিত পরিবারের অন্যরাও।
Location :
First Published :
June 04, 2018 10:04 AM IST