TRENDING:

শাড়ি পরে ম্যারাথন দৌড়, বাজিমাৎ সাইক্লিংয়েও, ব্যতিক্রমী প্রয়াস কলকাতার পূজার

Last Updated:

শাড়ি পরেই একের পর এক ম্যারাথন জিতে চলেছেন পূজা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কথায় বলে, যে রাঁধে, সে চুলও বাঁধে। পূজা জৈনের সঙ্গে আলাপ হলে বলতে হবে, যে সংসার সামলায়, সে ম্যারাথনও জেতে। তাও আবার শাড়ি পরে। ঠিকই শুনেছেন। শাড়ি পরেই একের পর এক ম্যারাথন জিতে চলেছেন পূজা। পুরস্কারের টাকায় দিয়েছেন খাবারের স্টল। সেই স্টলে পেট ভরা ভাত, ডাল, সবজি মেলে মাত্র ৬ টাকায়।
advertisement

মারাঠি কায়দায় পরা আঁটোসাঁটো শাড়ি, পায়ে স্নিকার, মাথায় হেলমেট। সাইক্লিংয়ের সময় এটাই পূজার পেটেন্ট ড্রেসকোড। দৌড়ের সময় অবশ্য হেলমেটটা বাদ যায়। গত কয়েক বছরে একের পর এক ম্যারাথনে অংশ নিয়েছেন পূজা। কখনও দৌড়ে, কখনও সাইকেলে চড়ে। জিতেছেন অসংখ্য পুরস্কার। তবে তাঁর স্টাইল স্টেটমেন্টই নজর কেড়েছে সকলের।

ম্যারাথন জিতলে পাওয়া যায় আর্থিক পুরস্কারও। সেই টাকা দিয়েই খাবারের স্টল খুলেছেন পূজা। রবিবার বাদে সপ্তাহের বাকি ছ’দিন খোলা থাকে সেই স্টল। সেখানে মাত্র ৬ টাকায় মেলে ভাত, ডাল, সবজি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

দৌড়, সাইক্লিং থেকে স্টলে খাবার পরিবেশন। সবকিছু নিয়ে ব্যস্ত রোজনামচা পূজার। তারই মাঝে দক্ষ হাতে সামলান সংসার। তাঁকে দেখে অনুপ্রাণিত পরিবারের অন্যরাও।

বাংলা খবর/ খবর/খেলা/
শাড়ি পরে ম্যারাথন দৌড়, বাজিমাৎ সাইক্লিংয়েও, ব্যতিক্রমী প্রয়াস কলকাতার পূজার