TRENDING:

বর বিয়ে না করার বাহানা করতেই, কনে পৌঁছাল থানায়

Last Updated:

উত্তরপ্রদেশের শাহজাদপুরে চাঞ্চল্য সৃষ্টি হয় ৷ বর বিয়ে করতে এসে বেঁকে বসে, বিয়ে করবে না বলে ৷ বরপণ না পাওয়াতেই তার এই সিদ্ধান্ত বলে জানা যায়, ঘটনায় বেজায় চটে পাত্রীপক্ষ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের শাহজাদপুরে চাঞ্চল্য সৃষ্টি হয় ৷ বিয়ের আসরে বর বেঁকে বসে ৷ বর বিয়ে করতে এসে বেঁকে বসে, বিয়ে করবে না বলে ৷ বরপণ না পাওয়াতেই তার এই সিদ্ধান্ত বলে জানা যায়, ঘটনায় বেজায় চটে পাত্রীপক্ষ ৷
advertisement

আরও পড়ুন  :  গ্রামের ছোট্ট স্কুল পড়ুায়ারা দুহাতে লিখতে পারে, পাঁচ ভাষায় সমান দক্ষ

বিয়ে বাড়িতে এক অশান্ত পরিবেশ সৃষ্টি হয় ৷ পাত্রীপক্ষের দাবি পাত্রপক্ষ বরপণ হিসাবে সোনার আঙটি, চেন ও ৫০ হাজার টাকা নগদ হিসাবে চায় ৷ কিন্তু পাত্রপক্ষের দাবি মত জোগাড় করতে পারেনি ৷ শুধুমাত্র বরপণ না দিতে পারাতে বরের এমন আচরণে স্বাভাবিক ভাবে ক্ষিপ্ত মেয়ের বাড়ির আত্মীয় স্বজনেরা ৷

advertisement

আরও পড়ুন  :  স্বাধীনতার ৭০ বছর পরেও কাঠুয়া গণধর্ষণের ঘটনা লজ্জাজনক, নিন্দায় সরব রাষ্ট্রপতি

মেয়ের বাড়ি বরের এই কাণ্ডে রেগে গেলেও পাত্রী এই পাত্রকেই বিয়ে করবে বলে জানায় ৷ এই পাত্রকেই বিয়েতে বাধ্য় করাতে থানায় যায় পাত্রী সঙ্গে হুঁশিয়ারি দেয় যদি পাত্র বিয়ে না করলে সে আত্মহত্যা করবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মা কালী থেকে রাধাকৃষ্ণ, রাম-সীতা! পুতুল নাচের মধ্যে সমাজ বদলানোর বার্তা
আরও দেখুন

বেশ কিছু সমাজ সেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷ আইনি লড়াইয়ে পাত্রীপক্ষের সঙ্গে থাকার আশ্বাস দেয় ৷ এসপি সিটি পুলিশ জানিয়েছে দুপক্ষকেই এক সঙ্গে নিয়ে মীমাংসা করতে হবে ৷ দুপক্ষের বোঝাপড়ার মধ্যেই এই সমস্যার সমাধান হতে পারে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বর বিয়ে না করার বাহানা করতেই, কনে পৌঁছাল থানায়