গ্রামের ছোট্ট স্কুল পড়ুয়ারা দু’হাতে লিখতে পারে, পাঁচ ভাষায় সমান দক্ষ
Last Updated:
মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার বুধেলা গ্রামে অবসর প্রাপ্ত সেনাকর্মী বিপি শর্মা ১৯৯৯ বীণা বন্দিনী স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেন ৷ স্কুল পড়ুয়ারা পাঁচটি ভাষায় সমান দক্ষ এবং দুহাতে লিখতে পারে ৷
#ভোপাল: মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার বুধেলা গ্রামে অবসর প্রাপ্ত সেনাকর্মী বিপি শর্মা ১৯৯৯ বীণা বন্দিনী স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেন ৷ স্কুল পড়ুয়ারা পাঁচটি ভাষায় সমান দক্ষ এবং দুহাতে লিখতে পারে ৷
বিপি শর্মা তাঁর কর্মকালে একটি পত্রিকায় পড়েন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ দুহাতে লিখতে পারতেন ৷ রাজেন্দ্র প্রসাদের বিশেষ প্রতিভাই তাঁকে আকৃষ্ট করে ৷ সেই আদর্শকে পাথেয় করেই তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেন ৷ বিশেষত দলিত পরিবারের সন্তানেরাই এখানকার শিক্ষারর্থী ৷ বিপি শর্মার এই উদ্যোগের মান্যতা দিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ৷
advertisement
advertisement
গবেষণা বলছে অত্যন্ত কম সংখ্যক মানুষের মধ্যেই এরকম বিরল প্রতিভা থাকে ৷ বিপি শর্মা তাঁর স্কুলে পড়ুয়াদের নিয়মিত ১০-২০ মিনিট দু হাতে লেখা শেখান ৷ জীবনের চলার পথে সমান দক্ষ করে তোলার জন্যই এই প্রচেষ্টা ৷
advertisement
পড়ুয়াদের হিন্দি, ইংরেজি, সংস্কৃত, উর্দু, স্প্যানিশ পড়ানো হয় ৷ আপাতত স্কুল অষ্টমান ৷ স্কুলের ছাত্র সংখ্যা প্রায় দুশোর কাছাকাছি ৷ স্কুলের উদ্দেশ্য পড়ুয়াদের আরও শক্ত সামর্থ করা ৷ পরবর্তীকালে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় গেলে অন্যদের থেকে বেশ কয়েক পদক্ষেপ এগিয়ে থাকে বিপি শর্মার ছেলে মেয়েরা ৷
Location :
First Published :
April 18, 2018 7:27 PM IST

