TRENDING:

আজও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

Last Updated:

সোমবার সারাদিন বৃষ্টির জেরে মঙ্গলবার সকালেও একাধিক জায়গায় জল জমার পাশাপাশি যানজটে নাকাল অফিসযাত্রীরা। এদিন সকাল থেকেও মেঘলা আকাশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোমবার সারাদিন বৃষ্টির জেরে মঙ্গলবার সকালেও একাধিক জায়গায় জল জমার পাশাপাশি যানজটে নাকাল অফিসযাত্রীরা। এদিন সকাল থেকেও মেঘলা আকাশ ৷ সকাল থেকেই নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে ৷ বেহাল রাস্তা বাইপাসে, রাস্তায় বড়বড় গর্ত। টানা বৃষ্টিতে গর্তে জল জমে আরও বিপত্তি। রাস্তা খারাপ হওয়ায় ধীর গতিতে চলছে গাড়ি। কালিকাপুর, আনন্দপুর, রুবি মোড়ে রাস্তায় খানাখন্দ। কোনও জায়গায় বাইপাস দেখে মনে হয় পুকুর।
advertisement

আরও পড়ুন: প্রয়াত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সবার প্রিয় মিলন দা

রাতভর বৃষ্টির জেরে সকাল থেকেই থম মেরে যায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। হয়রানির মুখে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে অফিসযাত্রীদের ৷

আরও পড়ুন: আর্থিক সমস্যা দূর করতে কী করবেন জেনে নিন

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে নিম্নচাপের অবস্থান এখন বিহার ও ঝাড়খন্ডের উপর। নিম্নচাপ শক্তি হারালেও আজও দক্ষিণবঙ্গের চার জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদেও হতে পারে বেশ কয়েক পশলা ভারী বৃষ্টি।

advertisement

আরও পড়ুন: অতি 'উত্তম'! আজ থেকে নন্দনে মহানায়কের ছবির উত্‍‍সব, কখন?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্যদিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী দু’দিন চলবে বৃষ্টি উত্তরের জেলাগুলিতে। সমুদ্রে ঝোড়ো হাওয়া কমে যাওয়ায় আজ অবশ্য মৎসজীবীদের জন্য কোনও সতর্কতা দেওয়া হয়নি ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
আজও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের