কী কী লাগবে
পনির-৩০০ গ্রাম (গুঁড়ো করা)
পেঁয়াজ-১টা কুচনো
লাল ক্যাপসিকাম-১টা
টোম্যাটো-১টা কুচনো
কাঁচালঙ্কা-১টা কুচনো
জিরে-১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো-২ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
ধনেপাতা কুচি
নুন-স্বাদ মতো
তেল-প্রয়োজন মতো
কীভাবে বানাবেন
একটি তলা মোটা পাত্রে ১ টেবল চামচ মাখন গরম করুন৷ জিরে, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা ও আদা কুচি দিয়ে একদম কম আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না সব সব্জি নরম হচ্ছে৷ এবার টোম্যাটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ সব শেষে গুঁড়ো করা পনির দিয়ে নুন দিন৷ তৈরি পনির ভুজিয়া৷
advertisement
Location :
First Published :
June 06, 2019 3:53 PM IST