কী কী লাগবে
বাটন মাশরুম-আধ কাপ
ক্যাপসিাকাম-আধ কাপ
ভার্জিন অলিভ অয়েল-১ টেবল চামচ
রসুন-৩ কোয়া থেঁতো করা
চিলি সস-১ টেবল চামচ
থাইম-১ চা চামচ
গোটা গোলমরিচ-৮টা
অয়েস্টার সস-আধ কাপ
রেড পেপার-আধ টেবল চামচ
পেঁয়াজ-২টো মাঝারি
সয় সস-১ টেবল চামচ
ভিনিগার-আধ টেবল চামচ
নুন-২ চিমটি
বেসিল-একমুঠো
কীভাবে বানাবেন
advertisement
বাটন মাশরুম ও অয়েস্টার মাশরুম একসঙ্গে হালকা গরম জলে ২০ মিনিট ভিজিয়ে রাখুন৷ জল ছেঁকে নিন৷ প্যানে মাঝারি আঁচে তেল গরম করে পেঁয়াজ হালকা ভেজে নিন যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে৷ এর মধ্যে রসুন দিয়ে ১ মিনিট নেড়ে মাশরুম দিয়ে দিন৷ লাল ও হলুদ ক্যাপসিকাম দিয়ে আঁচ বাড়িয়ে ৩ মিনিট নাড়ুন৷ এবার সয় সস, রেড চিলি সস ও ভিনিগার দিয়ে আরও দুই মিনিট পর থাইম, নুন ও গোলমরিচ দিন৷ নামানোর আগে বেসিল ছড়িয়ে নামিয়ে নিন৷
advertisement
Location :
First Published :
January 31, 2019 8:11 PM IST
