কী কী লাগবে
গোবিন্দভোগ চাল-২০০ গ্রাম
ঘন দুধ-১ লিটার
গুড়-আধ কাপ
কুচনো কাজু
ঘি-১ টেবল চামচ
তেজপাতা-১টা
গুঁড়ো এলাচ-আধ চা চামচ
কীভাবে বানাবেন
একটা তলা মোটা প্যানে দুধ হালকা আঁচে জ্বাল দিয়ে ঘন করুন৷ অনবরত নাড়তে থাকবেন৷ এর মধ্যে গুঁড়ো এলাচ ও তেজপাতা দিন৷ চাল জলে ধুয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন৷ প্যানে ঘি গরম করে চাল দিয়ে নাড়তে থাকুন৷ দুধ ঘন হয়ে এলে চাল দিয়ে নাড়তে থাকুন৷ চাল সিদ্ধ হলে গুড় দিয়ে ৫-১০ মিনিট ক্রমাগত নাড়তে থাকুন৷ আঁচ বন্ধ করে কুচনো কাজু ছড়িয়ে দিন৷
advertisement
Location :
First Published :
January 16, 2019 2:59 PM IST