TRENDING:

গরমের ডিনারে ভরসা থাকুক ম্যাঙ্গো চিকেনে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গরমকাল মানেই আমের সময়৷ আবার গরমকালে বেশি ভারী মাছ, মাংসর বদলে শরীর ঠিক রাখতে সহজপাচ্য চিকেনে ভরসা রাখাই ভাল৷ এদিকে ওজন বশে রাখে ব্রাউন রাইস৷ এই তিনে মিলে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো চিকেন৷
advertisement

কী কী লাগবে

চিকেন স্টক-৩ কাপ

ব্রাউন রাইস- ১ কাপ

বোনলেস চিকেন- সোয়া ১ কাপ

পাকা আম- ১ কাপ (ডুমো করে কাটা)

লাল বেলপেপার-২টো (সরু লম্বা করে কাটা)

ঝাল ম্যাঙ্গো চাটনি-২ টেবল চামচ

পেঁয়াজকলি- কুচনো আধ কাপ

কীভাবে বানাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

চিকেন সেদ্ধ করে স্টক রেখে দিন৷ একটি প্যানে আড়াই কাপ চিকেন স্টক নিয়ে মাঝারি আঁচে ফোটাতে থাকুন৷ এর মধ্যে চাল দিয়ে নাড়তে থাকুন৷ আঁচ একদম কমিয়ে দিয়ে ৪৫ মিনিট রাখুন যাতে চাল সিদ্ধ হয়ে যায়৷ যতক্ষণ চাল সিদ্ধ হচ্ছে ততক্ষণ ফ্রাইং প্যানে তেল গরম করুন হালকা-মাঝারি আঁচে৷ চিকেন দিয়ে ১৫ মিনিট নাড়তে থাকুন যতক্ষণ না বাদামি রং ধরছে৷ আম, লাল বেল পেপার, ম্যাঙ্গো চাটনি দিন৷ আঁচ বাড়িয়ে ৫ মিনিট রান্না করুন৷ মাঝে মাঝে নাড়বেন৷ সব শেষে পেঁয়াজকলি কুচি দিন৷ ব্রাউন রাইসের সঙ্গে পরিবেশন করুন ম্যাঙ্গো চিকেন৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
গরমের ডিনারে ভরসা থাকুক ম্যাঙ্গো চিকেনে