TRENDING:

শীতকাল মানেই কড়াইশুটির কচুরি, শিখে নিন সহজ রেসিপি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতকাল মানেই গরম গরম কড়াইশুটির কচুরি আর ছোট ছোট আলুর দমের সুস্বাদু, রাজকীয় জলখাবার৷ আজ শিখে নিন কড়াইশুটির কচুরির লোভনীয় রেসিপি৷
advertisement

কী কী লাগবে

ময়দা-আধ কাপ

আটা-আধ কাপ

তেল-১ টেবল চামচ

গরম জল-১/৪ কাপ

বেকিং পাউডার-১/৪ চা চামচ

নুন-১/৪ চা চামচ

কড়াইশুটি- ১ কাপ

লঙ্কাগুঁড়ো-১/৪ চা চামচ

হলুদ গুঁড়ো-১/৪ চা চামচ

ধনে গুঁড়ো-আধ চা চামচ

মৌরি গুঁড়ো- আধ চা চামচ

চাট মশলা-আধ চা চামচ

আমচুর-আধ চা চামচ

কাঁচালঙ্কা, আদা বাটা-আধ চা চামচ

advertisement

গোটা জিরে-১/৪ চা চামচ

বেসন-১ টেবল চামচ

তেল-২ চা চামচ

নুন-স্বাদ মতো

ভাজার জন্য তেল-২,৩ কাপ

কীভাবে বানাবেন

আটা, ময়দা, নুন ও বেকিং পাউডার একসঙ্গে নিয়ে তেল ও জল দিয়ে ঠেসে মাখুন৷ পাতলা ভেজা কাপড় দিয়ে মুড়ে কিছুক্ষণ রেখে দিন৷

কড়াইশুটি সিদ্ধ করে বা ভাপিয়ে নিয়ে বেটে নিন৷

advertisement

কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন৷ ফোড়ন ভেজে আদা, কাঁচা লঙ্কা বাটা দিন৷ ১ মিনিট ভেজে সব গুঁড়ো মশলা ও নুন দিন৷ নাড়াচাড়া করে বেসন ও কড়াইশুটি দিয়ে আরও ২-৩ মিনিট নাড়ুন৷

আটা মাখা থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিন৷ লেচির মাঝখানে আঙুলের চাপে গর্ত করে কড়াইশুটির পুর ভরে নিন৷ লুচির আকারে বেলে নিন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদিয়ায় সান্তা ক্লজ 'ফিভার', বড়দিনে ঘর সাজানোর দারুণ দারুণ জিনিসের দাম শুরু ১৫ টাকা থেকে
আরও দেখুন

কড়াইতে তেল গরম করে হালকা, মাঝারি আঁচে ছাঁকা তেলে সোনালি করে ভেজে তুলুন গরম গরম কড়াইশুটির কচুরি৷

বাংলা খবর/ খবর/রেসিপি/
শীতকাল মানেই কড়াইশুটির কচুরি, শিখে নিন সহজ রেসিপি