TRENDING:

একই রকম স্যালাড খেয়ে ক্লান্ত? বানান কিমা স্যালাড

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্যালাড মানেই স্বাস্থ্যকর৷ কিন্তু সব সময় কি আর স্বাস্থ্যকর স্যালাড খেতে মন চায়? একটু অন্যরকম স্যালাড খেতে বানিয়ে নিন কিমা স্যালাড৷
advertisement

কী কী লাগবে

পেঁয়াজ-১টা (স্লাইস করা)

গরম মশলা গুঁড়ো

জিরে গুঁড়ো-১ চা চামচ

আদা বাটা-১ চা চামচ

রিফাইন্ড অয়েল-১ টেবল চামচ

টোম্যাটো-৩টে

লেবুর রস-১ চা চামচ

মাটন কিমা-৩০০ গ্রাম

লঙ্কা গুঁড়ো-আধ চা চামচ

রসুন বাটা-১ চা চামচ

ডাল-১০০ গ্রাম

জল-৭০০ মিলি

ধনেপাতা কুচি

নান-৪টে

কীভাবে বানাবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিমা সেদ্ধ করে নিন নুন জলে৷ নন-স্টির ফ্রাইং প্যানে ১ টেবল চামচ তেল গরম করুন৷ এর মধ্যে আদা-রসুন বাটা দিয়ে ২ মিনিট নেড়ে নিয়ে কিমা দিন৷ এর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ডাল দিয়ে কিমা সেদ্ধ করা জল দিন৷ একদম হালকা আঁচে ১০ মিনিট রাখুন চাপা দিয়ে যতক্ষণ না ডাল সেদ্ধ হচ্ছে৷ এর মধ্যে টোম্যাটো কুচি, ধনেপাতা কুচি দিন৷ সব শেষে লেবুর রস দিন৷ নান সেঁকে প্লেটে রাখুন৷ নানের ওপর চামচে করে স্যালাডের মিশ্রণ দিন৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
একই রকম স্যালাড খেয়ে ক্লান্ত? বানান কিমা স্যালাড