TRENDING:

শীতের সন্ধেয় গরম গরম ফুলকপির পকোড়া, জমে যাবে জাস্ট!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতকালে সন্ধে হলে একটু মুখরোচক কিছু মন চায়৷ বাজার থেকে চপ, বেগুনি কিনে আনাই যায়৷ কিন্তু সব সময়ই খেতে পারেন৷ শীতের তাজা ফুলকপি দিয়ে পকোড়া ভাজলে কেমন হয়? গরম চা বা কফির সঙ্গে আড্ডা জমে যাবে জাস্ট৷
advertisement

কী কী লাগবে

ফুলকপি-৩৫০ গ্রাম, ৩ মাথাওয়ালা ফুলে টুকরো করা

কারিপাতা-২ আঁটি

কাঁচালঙ্কা-২টো

আদা, রসুন বাটা-১, ১/৪ চা চামচ

জোয়ান- দেড় চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ

বেসন-৭ টেবল চামচ

কর্নফ্লাওয়ার-১/৪ কাপ

নুন-স্বাদ মতো

হলুদ-প্রয়োজন মতো

জল-আন্দাজ মতো

তেল-ভাজার জন্য

কীভাবে বানাবেন

advertisement

গরম জলে নুন দিয়ে ফুলকপি কিছুক্ষণ ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন৷ এবার একটা বাটিতে বেসন, আদা-রসুন বাটা, কুচনো কারিপাতা, কাঁচালঙ্কা কুচি, জোয়ান, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন৷ আন্দাজ মতো জল দিয়ে গোলা তৈরি করুন৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদিয়ায় সান্তা ক্লজ 'ফিভার', বড়দিনে ঘর সাজানোর দারুণ দারুণ জিনিসের দাম শুরু ১৫ টাকা থেকে
আরও দেখুন

ফুলকপির টুকরো গোলায় ডুবিয়ে নিন যেন ভাল করে মিশ্রণ লাগে গায়ে৷ কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে সোনালি, মুচমুচে করে ভেজে তুলুন ফুলকপির পকোড়া৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
শীতের সন্ধেয় গরম গরম ফুলকপির পকোড়া, জমে যাবে জাস্ট!